বিনোদন

মতিন রহমান গুরুতর অসুস্থ

স্টাফ রিপোর্টার

২৫ মে ২০১৮, শুক্রবার, ৮:৩১ পূর্বাহ্ন

অনেকদিন ধরে চলচ্চিত্র নির্মাণ থেকে দূরে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মতিন রহমান। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে মানবজমিনকে জানান চলচ্চিত্র পরিচালক সমিতির সহ-সভাপতি মনতাজুর রহমান আকবর। তিনি বলেন, অনেকদিন ধরেই হার্ট ও কিডনির সমস্যায় ভুগছেন তিনি। এর আগে চেন্নাইয়ে চিকিৎসা করেছেন। গত সপ্তাহে ব্যাংকক নিয়ে যাওয়া হয়েছে তাকে। তিনি অনেক জনপ্রিয় একজন নির্মাতা ও ভালো মনের মানুষ। সুস্থতার জন্য সবার কাছে দোয়া  চেয়েছেন তিনি। জানা যায়, ২০১১ সালের জুন মাসে তার হার্টে পাঁচটি ব্লক ধরা পড়ে। চিকিৎসা করে অনেক দিন ভালো ছিলেন। আবারো অসুস্থ হয়ে পড়েছেন মতিন রহমান। উল্লেখ্য, ১৯৭৩ সালে পরিচালক আজিজুর রহমানের ‘অতিথি’ ছবিতে সহকারী হিসেবে মতিন রহমান চলচ্চিত্র জগতে পা রাখেন। ১৯৮১ সালে মুক্তি পায় তার পরিচালনায় প্রথম ছবি ‘লাল কাজল’। প্রথম ছবিই তাকে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মতিন রহমান এ পর্যন্ত ২০টির মতো ছবি নির্মাণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘লাল কাজল’, ‘অন্ধ বিশ্বাস’, ‘তোমাকে চাই’, ‘বিয়ের ফুল’, ‘নারীর মন’, ‘স্বপ্নের বাসর’, ‘রাক্ষুসী’, ‘স্বর্গ নরক’, ‘জীবনধারা’, ‘মাটির ফুল’, ‘স্নেহের বাঁধন’, ‘মন মানে না’, ‘এই মন চায় যে’, ‘তোমাকেই খুঁজছি’ ইত্যাদি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status