বিনোদন

আলাপন

‘গানের অডিও ভালো না হলে শত ভিডিও করেও লাভ নেই’

ফয়সাল রাব্বিকীন

২৪ মে ২০১৮, বৃহস্পতিবার, ১০:০১ পূর্বাহ্ন

জনপ্রিয় সংগীতশিল্পী সৈয়দ শহীদ। বিশেষ করে তার গাওয়া ‘এক জীবন’ গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা অর্জন করে। এ গানের অডিও এবং ভিডিও সর্বমহলে প্রশংসিত হয়েছে। সব মিলিয়ে পেশাগতভাবে গান না করলেও শহীদ এ গানটির মাধ্যমে পেয়ে যান দারুণ তারকাখ্যাতিও। এরপর ‘এক জীবন-২’, ‘ভাবনা নদী’সহ বেশ কিছু জনপ্রিয় গান তিনি শ্রোতাদের উপহার দেন। শুধু গেয়েই নয়, শহীদ সুরকার হিসেবেও শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। একক ক্যারিয়ারের বাইরে অনেক আগে থেকেই দূরবীন ব্যান্ড নিয়ে যাত্রা শুরু শহীদের। সেই ব্যান্ডের দলনেতা হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন শুরু তেকে। ব্যান্ডটি এরই মধ্যে ধারাবাহিকভাবে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছে। তবে শহীদ বর্তমানে ব্যস্ত রয়েছেন তার ব্যবসা নিয়ে। এর পাশাপাশি গান করছেন। সব মিলিয়ে কেমন আছেন? শহীদ উত্তরে বলেন, আমি খুব ভালো আছি। তবে ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটছে। আমাকে ব্যবসা নিয়েই বেশি ব্যস্ত থাকতে হয়। তার পাশাপাশি গান করি। ঈদে হয়তো কয়েকটি গান আসবে। তাই রেকর্ডিংও করছি। এইভাবেই সময় চলে যাচ্ছে। ‘এক জীবন’ গানটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম জনপ্রিয় একটি গান। কিন্তু এ গানের পর থেকে আপনাকে সেভাবে নিয়মিত পাওয়া যায়নি। কেন? শহীদ বলেন, আসলে আমি কিন্তু পেশাগতভাবে গান-বাজনা করতে আসিনি। শখের বসে গান করি। তারপরও আমার গান হয়তো শ্রোতারা পছন্দ করে ফেলেছেন। গানের প্রতি আমার ভালোবাসা ও ডেডিকেশনটা ছিলো। এটা যার থাকবে সেই সফল হবে বলে আমি মনে করি। অর্থ উপার্জন করবো এই ভেবে কখনো গান করিনি। ভালোবেসে গেয়েছি, সুর করেছি। আর ‘এক জীবন’ গানটিতে একটি টিমওয়ার্ক ছিলো। আমি মনে করি গানটি মানুষ এতটাই পছন্দ করেছে যে, এটি এখন জনগণের গান হয়ে গেছে। আমাকে টিমের সবাই অনেক সহযোগিতা করেছে। সত্যি বলতে আমি এত বড় কোনো শিল্পী নই। মানুষ আমাকে অনেক ভালোবাসে। আমি যা পেয়েছি সেটা পাওয়ারও হয়তো যোগ্য নই। আপনার ব্যান্ড দূরবিনের কি খবর? শহীদ উত্তরে বলেন, দূরবীন চলছে নিজের মতো করে। আমরা অবসর পেলে শো করি। যেমন রমজানের আগের শুক্রবার নারায়ণগঞ্জে শো করে এসেছি। আর সময় পেলেই প্র্যাকটিস চলে। নতুন গানের কি খবর? শহীদ বলেন, সম্প্রতি কাজী শুভর সুর ও সংগীতে একটি গান করেছি। লিখেছে রবিউল ইসলাম জীবন। বেশ ভালো হয়েছে গানটি। আসলে শুভ আমাকে এতটা ভালোবাসে যে, নিজের সংগীতায়োজনের প্রথম গানটি আমাকে দিয়ে গাওয়াতে চাইছিলো। এজন্য অন্য কোনো গান শুরু করছিলো না সে। আমিও সময় দিতে পারছিলাম না। গত মঙ্গলবার সন্ধ্যায় আমি চলে যাই শুভর স্টডিওতে। গিয়েই ভয়েসটা দেই। এত সুন্দর একটি গান হয়েছে না শুনলে বোঝা যাবে না। খুবই ভালো লেগেছে আমার। চলতি সময়ে মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? শহীদ উত্তরে বলেন, আসলে একটি গান গীতিকার এক জায়গায় বসে লিখলো, সুরকার সেটা আরেকটা সময় সুর করলো। মিউজিক হলো তারপর। এরপর গাইলো শিল্পী। গান এখন এভাবেই হচ্ছে। কিন্তু একসঙ্গে বসে গান করার রীতিটা নেই। তাই এখন টিমওয়ার্কের মাধ্যমে গান হচ্ছে না। এর ফলে একটি গান সেরকম মানের হচ্ছে না, আর টিকেও থাকছে না। এখানে জোর দিতে হবে। সংগীতে বর্তমানে ইউটিউব ভিউ-এর প্রতিযোগিতা চলছে । এ সম্পর্কে আপনার বক্তব্য কি? শহীদ বলেন, এ ভিউ-এর প্রতিযোগিতা বেশি দিন থাকবে না। কারণ ভিউ দিয়ে জনপ্রিয়তা মাপা যায় না। আগে একটি ভালো অডিও হতে হবে, তারপর সেটার প্রচারে ভিডিও হবে। গানের অডিও ভালো না হলে শত ভিডিও করেও লাভ নেই। তাই বলবো কথা, সুর, সংগীত ও গায়কিতে আগে জোর দিতে। আর একটি কথা বলতে চাই। সেটা হলো, ঘরের স্টাফদের (কাজের লোক) অথবা রিকশাচালকের মোবাইলে যদি গান শোনা না যায়, সেটা তিন কোটি ভিউ হয়েও লাভ নেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status