শেষের পাতা

জবিতে কোটা আন্দোলনের নেতাকে ছাত্রলীগের মারধর

জবি প্রতিনিধি

২৪ মে ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫৮ পূর্বাহ্ন

কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুহেল মারধরের শিকার হয়েছেন। বুধবার বেলা তিনটার দিকে পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের
মূল ফটক সংলগ্ন টিএসসি’র পাশে এ ঘটনা ঘটে। জবি’র ইংরেজি বিভাগের ছাত্র সুহেল সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে ক্যাম্পাসে গিয়েছিলেন। পরীক্ষা শেষে ফেরার পথে  বেশ কয়েকজন তার সঙ্গে কথা আছে জানিয়ে টিএসসি’র পাশে সুন্দরবন কুরিয়ারের গলিতে ডেকে নেয়। এরপর ১০ থেকে ১২ জন তার উপর হামলা চালিয়েছে বলে দাবি করেন সুহেল। গুরুতর আহত অবস্থায় তিনি এখন রাজধানীর গেণ্ডারিয়া আজগর আলী হাসপাতালে ভর্তি রয়েছেন।
ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাইসুল ইসলাম নয়ন বলেন, আহত সুহেল আমাদের কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক। বিকাল ৩টার দিকে তার উপর ছাত্রলীগের নেতাকর্মীরা রড ও লাঠি-সোঁটা দিয়ে হামলা চালিয়েছে। সুহেলের ঠোঁট ও নাক ফেটে গেছে। তাছাড়া পা ও পিঠে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ঠোঁটে পাঁচটি সেলাই করা হয়েছে। তাই কথা বলতে পারছেন না। নয়ন আরও জানান, কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণে তাকে গত ১৬ই মে পরপর দু’টি মুঠোফোন নম্বর থেকে মেরে ফেরার হুমকি দেয়া হয়। এরই ধারবাহিতকায় আজ তার উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ  নেতাকর্মীরা। আমরা এ হামলা নিন্দা জানাচ্ছি এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি করছি। এ বিষয়ে জবি প্রক্টর নূর মোহাম্মাদ বলেন, তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status