দেশ বিদেশ

ঘুমধুমে মৃত্যুর ঘটনায় মামলা

বান্দরবান প্রতিনিধি

২৪ মে ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫২ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজু মনজয় পাড়ায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকালে ৪ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ প্রধান ও নিহতের স্বজন ছৈয়দ আলম।
এদিকে ব্যক্তিস্বার্থে পাহাড় কাটায় মৃত্যুর ঘটনায় বান্দরবান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলমকে প্রধান করে ৫ সদস্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্তি জেলা পুলিশ সুপার ইয়াছির আরাফাত, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এসএম সারওয়ার কামাল, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভা:) মো. ইকবাল হোসেন ও ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ।
এদিকে, বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এসএম সারওয়ার কামাল প্রমুখ ।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ৩ পরিবারকে ৭৫ হাজার টাকা এবং আহত ২ জনকে ৩০ হাজার টাকা অনুদান দেন। এ ছাড়াও পার্বত্য প্রতিমন্ত্রীর নিজস্ব তহবিল হতে নিহতদের প্রতি পরিবারকে ৩৫ হাজার টাকা করে ৩ পরিবারকে ১ লাখ ৫ হাজার টাকা এবং আহত ২ পরিবারকে ৩০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status