খেলা

বড় শঙ্কায় তাসকিন

স্পোর্টস রিপোর্টার

২৪ মে ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৮ পূর্বাহ্ন

আফগানিস্তানের বিপক্ষে দল ঘোষণার আগেই জানতেন বাদ পড়ছেন তিনি। তারপরও তাসকিন আহমেদকে মন খারাপ করে থাকতে দেখা যায়নি। এক কথায় জানিয়ে দেন, ‘আমি জানি হয়তো দলে থাকবো না। আমার সম্ভাবনা কম। মাত্রতো ইনজুরি থেকে ফিরেছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্যই তৈরি করছি নিজেকে।’ বাংলাদেশের এ তরুণ পেসারের কণ্ঠে ঝরা সেই আত্মবিশ্বাস গতকাল পাওয়া গেল না। তার পরিবর্তে ভিড় করেছে রাজ্যের হতাশা। মেরুদণ্ডের ইনজুরিতে কাবু এ তরুণ পেসার। বসতেই তার কষ্ট হচ্ছে। এখনতো বিছানা থেকেই উঠতে পারছেন না। নিজের অবস্থা নিয়ে দৈনিক মানবজমিনকে তাসকিন বলেন, ‘ইনজুরিটা এখন প্রকট হয়েছে। এত দিন বসতে কষ্ট হচ্ছিল। এখনতো বিছানা থেকেই উঠতে পারছি না। চলাফেরা করতে ভীষণ কঠিন হচ্ছে। গতকাল (মঙ্গলবার) চিকিৎসকের কাছে গিয়েছিলাম। আজকে (গতকাল) ব্যথাটা একটু কম। বিসিবির চিকিৎসক বলেছেন কাল একটি ইনজেকশন দিতে হবে। আমার ব্যাক ইনজুরিটা এখন যে অবস্থায় তাতে সার্জারির প্রয়োজন হবে না।’
তাসকিনের অবস্থা নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী চিন্তিত। তরুণ এ পেসারের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, ‘তাসকিনের ইনজুরিটা লোয়ার ডিক্সে। আমরা এমআরআই করিয়েছি। যা দেখলাম তাতে সার্জারির প্রয়োজন হবে মনে হয় না। আবার ফিজিও থেরাপিতেও ও ভালো হচ্ছে না। যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কাল (আজ) একটা ইনজেকশন পুশ করবো। আশা করি তাতে হয়তো অবস্থার উন্নতি হতে পারে। এর পরই বলতে পারবো অবস্থা কী হয়।’ শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতেই ইনজুরিতে পড়েছিলেন তাসকিন। এরপর দেশে ফিরে শুরু করেছিলেন পুরোদমে চিকিৎসা ও রিহ্যাব।  গেল সপ্তাহ থেকে বোলিংও শুরু করেছিলেন তিনি। নিজের ফর্ম ও ইনজুরির কথা ভেবে ভালো করেই জানতেন আফগান সফরে জাতীয় দল থেকে বাদ পড়ছেন তিনি। এর আগেই তিনি বাদ পড়েছিলেন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে। কিন্তু আশা ছাড়েননি। নিজেকে প্রস্তুত করছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য। তাহলে কি হঠাৎ করে মাঠে ফেরার তারণায় অতিরিক্ত অনুশীলন ও বোলিং করাই তার জন্য কাল হলো? এ বিষয়ে তাসকিন বলেন, ‘না সবই নিয়ম মেনে চলছিলাম। বাড়তি প্রেসারতো ছিল কিছুটা। তবে চিকিৎসকরা বলেছিলেন লোয়ার ডিক্সে যে জেল থাকে সেটি কিছুটা শুকিয়ে গেছে যে কারণে এমন হচ্ছে।’
মাঠে ফেরার তাগিদে তাসকিন অতিরিক্ত অনুশীলন করছিলেন। তাতেই এমন অবস্থা কিনা এ সম্পর্কে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানালেন, ব্যাক ইনজুরি পেসারদের সঙ্গী। আসলে এ ধরনের ব্যাক ইনজুরি পেসারদের হয়ে থাকে। কম বেশি সব পেসারই এ সমস্যাতে ভোগে। তাসকিনের ক্ষেত্রে একটু বেশিই হচ্ছে। আসলে অনুশীলনে কিছু হয়নি। হতে পারে অতিরিক্ত প্রেসারে থাকতে পারে। তবে এখনই ঠিকভাবে কিছু বলার উপায় নেই। আমরা ইনজেকশনের মাধ্যমে একটি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। পরে দেখা যাক কী হয়।’ এমন ইনজুরিতে কেন ফিজিওথেরাপি কাজ করছেনা তা নিয়ে বিসিবির এক ফিজিও বলেন, ‘অনেক সময় হয় এমন যে ব্যথা  থেরাপিতে কমে না। ওর আসলে ডিক্সেই সমস্যা। সেটি নিয়ে কাজ করছি।’  তবে কবে নাগাদ তাসকিন মাঠে ফিরতে পারে তা নিয়ে চিকিৎসক ও ফিজিও সঠিক তথ্য দিতে পারেননি। বিসিবির ফিজিও বলেন, ‘আমরা যতটা জানি ইনজেকশন দিলে ৭ দিন পর মনে হতে পারে সম্পূর্ণ ভালো হয়ে গেছে। আবার বেশি সময়ও লাগতে পারে। ওর যে ধরনের ইনজুরি তাতে সঠিকভাবে সময়টা বলা কঠিন। এক সপ্তাহ, এক মাস আবার তার চেয়ে বেশি সময়ও লাগতে পারে।’
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগেই ইজুরিতে পরেছিলেন তাসকিন আহমেদ। তরুণ পেসার ক্যারিয়ারের শুরু থেকেই লড়ছেন নানা রকমের ইনজুরির সঙ্গে। শুরুতে হাঁটুর ইনজুরি তাকে ভীষণ ভুগিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৪তে তার দারুণ অভিষেক হয় ভারতের বিপক্ষে। গেল বছর টেস্ট খেলার স্বপ্নও পূরণ হয় তার। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে তার বারবার বড় বাধা হয়ে এসেছে ইনজুরি। যে কারণে নিয়মিত পারফর্ম করাও ছিল কঠিন বিষয়।



   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status