খেলা

ইংল্যান্ডকে স্বপ্ন দেখাচ্ছেন কেইন

স্পোর্টস ডেস্ক

২৪ মে ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৭ পূর্বাহ্ন

এবারের বিশ্বকাপ জিততে পারে ইংল্যান্ড- এমন প্রত্যয় প্রকাশ করেন  অধিনায়ক হ্যারি কেইন। প্রথমবারের মতো ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে খেলছেন ২৪ বছর বয়সী এ স্ট্রাইকার। আর রাশিয়া বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের অধিনায়কও মনোনীত হয়েছেন টটেনহ্যাম হটস্পারের এ তারকা ফুটবলার। গতকাল এক সংবাদ সম্মেলনে হ্যারি কেইন বলেন, এটা অসম্ভব যে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখবো না। এটা ফুটবল বিশ্বের সর্বোচ্চ টুর্নামেন্ট। আমার কাছে এ আসরে খেলাটাই অনেক বড় ব্যাপার। তবে শিরোপা জয়ের স্বপ্ন আমরা দেখতেই পারি। পুরো দলের উপর আমার আস্থা রয়েছে। আমি মনে করি যেকোনো দলেরই এ সম্ভাবনা রয়েছে। তবে এটা ভালো করেই জানি শিরোপা জেতাটা অতটা সহজ হবে না। বিশ্বকাপে সব দলই ভালো, তবে আমরা লড়াই করবো। শিরোপা জয়ের স্বপ্ন আমার মতো ইংল্যান্ড দলের অন্যদেরও রয়েছে। এটা আমাদের জন্য একটি সুযোগ। ২০১৬’র ইউরো চ্যাম্পিয়নশিপে আইসল্যান্ডের কাছে হেরে শেষ ১৬ থেকে বিদায় নেয় ইংল্যান্ড। বিশ্বকাপের ইতিহাসে একবার শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে ইংলিশদের। সেটি ১৯৬৬তে নিজ দেশে আয়োজিত আসরে। সেবার পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জেতে তারা। গত ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ইংল্যান্ড। ফুটবলের বড় আসরের শিরোপা জিততে না পারার বিষয়ে কেইন বলেন, গত কয়েক বছর যাবৎ বড় টুর্নামেন্টগুলোতে অনেকটাই নেতিবাচক মনোভাব নিয়ে ইংল্যান্ড অংশগ্রহণ করেছে। আশা করছি এই ধারণা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। হয়তো বা শিরোপা জয়ের কথাটা বলতে গিয়ে আমরা কিছুটা ভীত হই। কারণ এক্ষেত্রে গণমাধ্যম ও সমর্থকদের প্রতিক্রিয়া কী হবে, আমাদের মনে সেটা কাজ করে। আর এ কারণেই খেলোয়াড়রাও খোলসের মধ্যে থাকে। মূলত আমি এখানে এই কথাই বলতে চাই যে, শিরোপা জয়ের কথা আমরাও উঁচু স্বরে বলতে পারি। এখানে পিছিয়ে থাকার কিছু নেই। এবার টটেনহ্যামের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন হ্যারি কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে ৪১ গোল করেন তিনি। ২০১৫তে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর ২৩ ম্যাচে করেন ১২ গোল। অধিনায়কত্ব পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত কেইন। তিনি বলেন, যখন থেকে আমি ইংল্যান্ডের আর্মব্যান্ড পরেছি এবং গোলও করেছি। আশা করছি এবারো সেই ধারাবাহিকতা বজায় থাকবে। তবে এবারের দায়িত্বটা ভিন্ন। আমি সত্যিই গর্বিত। তারপরেও আমি আমার নিজের স্বাভাবিক দায়িত্ব ঠিকভাবে পালন করবো। আগামী ১৮ই জুন তিউনিশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। গ্রুপ ‘জি’তে ইংল্যান্ডের অপর দুই দল বেলজিয়াম ও প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা পানামা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status