খেলা

‘লিভারপুল দুর্দান্ত তবে অভিজ্ঞতায় এগিয়ে রিয়াল’

স্পোর্টস ডেস্ক

২৪ মে ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৬ পূর্বাহ্ন

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে নিজেদের এগিয়ে রাখছেন রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল এক সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ফাইনাল সবসময়ই বিশেষ কিছু। কোন দলের মুখোমুখি হচ্ছি, সেটা কোনো বিষয় নয়। শিরোপা জেতাটা আমার মনে হয় না সহজ হবে। কারণ এবারের মৌসুমে ওরা (লিভারপুল) দুর্দান্ত খেলছে। তবে শ্রেষ্ঠত্বের বিষয়টি মাঠেই প্রমাণ দিতে চান এবারের চ্যাম্পিয়নস লীগে সর্বোচ্চ ১৫ গোল করা পর্তুগিজ তারকা। তিনি আরো বলেন, আমার মতে ফাইনালে আমরাই (রিয়াল) এগিয়ে রয়েছি। তবে এ ম্যাচে আমাদের সেটা প্রমাণ করতে হবে। শনিবার আমি সম্পূর্ণ ফিট হয়েই মাঠে নামতে পারবো। আশা করছি আমি খেলবো ও গোলও করবো। চলতি মাসের শুরুতে স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার বিপক্ষে (এল ক্লাসিকো) চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন রোনালদো। দুই ম্যাচ মিস করে শনিবার এবারের লা লিগার শেষ ম্যাচে মাঠে ফিরেছেন ভিয়ারিয়ালের বিপক্ষে। ফিরে গোলও করেছেন। এবারের ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোল’তে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), কোয়ার্টার ফাইনালে জুভেন্টাস ও সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় রিয়াল। আসরের ইতিহাসে প্রথম দল হিসেবে হ্যাটট্রিক শিরোপার হাতছানি রয়েছে রিয়াল মাদ্রিদের। এদিকে ফাইনালে লিভারপুলকে হারাতে পারলেই রিয়ালের হয়ে রেকর্ড গড়বেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইতিহাসের নবম ও রিয়ালের সপ্তম খেলোয়াড় হিসেবে সর্বাধিক ৫ বার চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতার রেকর্ড গড়বেন তিনি। আগামী ২৭শে মে ইউক্রেনের কিয়েভে ফাইনালে ইংলিশ ক্লাব লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
নেইমারের ‘খবর’ উড়িয়ে দিলেন রোনালদো
নেইমারের রিয়াল মাদ্রিদে আসার সম্ভাবনা উড়িয়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদের ৩৩ বছর বয়সী এ ফরোয়ার্ড বলেন, আমি এই ক্লাবে ৮ বছর ধরে রয়েছি। এ পর্যন্ত ৫০ জনের এখানে আসার কথা শুনেছি। শেষ পর্যন্ত কেউই আসেনি। এদিকে পুনর্বাসন প্রক্রিয়া শেষে ব্রাজিলের বিশ্বকাপ দলের অনুশীলনে ফিরেছেন নেইমার। মঙ্গলবার রিও ডি জেনিরোর টেরেসোপোলিসের গ্রানজা কোমারি ট্রেনিং কমপ্লেক্সে অনুশীলন শুরু করেছে ব্রাজিল। গত মার্চে ফরাসি লীগ ওয়ানে ওলিম্পিক মার্সেই’র বিপক্ষে পায়ে চোট পান নেইমার। পরে তার পায়ে অস্ত্রোপচার করার পর ব্রাজিলে পুনর্বাসনে ছিলেন তিনি। গত বছর স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনা ছেড়ে রেকর্ড ২২২ মিলিয়ন পাউন্ড ট্রান্সফারে পিএসজিতে যোগ দেন নেইমার। ইনজুরিতে পড়ার আগে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ ম্যাচে ২৮ গোল করেন তিনি। এবারের মৌসুমে ঘরোয়া ট্রেবল শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোল’তে রিয়াল মাদ্রিদের কাছে হেরে আসর থেকে বিদায় নেয় পিএসজি।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status