বিনোদন

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে জ্যোতি

স্টাফ রিপোর্টার

২৪ মে ২০১৮, বৃহস্পতিবার, ৮:২২ পূর্বাহ্ন

বর্তমানে বড় পর্দায়ই ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ছোট পর্দার কাজ এখন প্রায় করছেন না বললেই চলে। তবে চলচ্চিত্রের বাইরে খুব ব্যতিক্রমধর্মী হলেই সেটিতে কাজ করছেন এ অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় এবার ‘ফার্নিচার’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন জ্যোতিকা জ্যোতি। ৩০ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটি নির্মাণ করছেন নাজমুস সাকিব হিমেল। জ্যোতি জানান, ছবিটির শুটিং শুরু হয়েছে কলকাতার মালদহতে। গল্পের প্রেক্ষাপট বাংলাদেশ। ছবিতে তার সহশিল্পী হিসেবে আছেন বাংলাদেশের দীপক সুমন। বাকি শিল্পীরা কলকাতার। তিনি গতকাল থেকে এর শুটিংয়ে অংশ নিচ্ছেন। ‘ফার্নিচার’ স্বল্পদৈর্ঘ্যটিতে নিজের চরিত্র সম্পর্কে জ্যোতি  বলেন, আমি একজন সরকারি চাকরিজীবী, মফস্বলে থাকি। খুবই সামাজিক এবং সচেতন, সুন্দরভাবে জীবন ও সংসার চালিয়ে যেতে চাই। কিন্তু ইতিবাচক মানসিকতা থাকা সত্ত্বেও স্বামী ও আমার মানসিকতার মধ্যে রয়েছে ব্যাপক পার্থক্য। এই দ্বন্দ্ব নিয়ে গল্প এগিয়ে যায়।  পৃথিবীর কয়েকটি চলচ্চিত্র উৎসব, ইউটিউব ও সত্যজিৎ ফিল্ম ইনস্টিটিউটের নিজস্ব থিয়েটারে এটি প্রদর্শিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করার পর বাংলাদেশি তরুণ নাজমুস সাকিব হিমেল বৃত্তি নিয়ে পড়তে যান কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে। প্রতিষ্ঠানটির নিয়ম অনুযায়ী শেষ বর্ষে পড়ার সময় একটি চলচ্চিত্র নির্মাণ করতে হয়। সে আনুষ্ঠানিকতায় নির্মাণ করছেন ‘ফার্নিচার’। এদিকে জ্যোতিকা জ্যোতি কিছুদিন আগেই কাজ শেষ করেছেন কলকাতার ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ছবির শুটিং। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ অবলম্বনে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করছেন প্রদীপ্ত ভট্টাচার্য। ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এর বাইরে দেশে সরকারি অনুদানে নির্মিত ‘মায়া’ নামের আরেকটি সিনেমার কাজ শেষ করেছেন জ্যোতি। এটি পরিচালনা করেছেন মাসুদ পথিক। এর বাইরে আরও কয়েকটি চলচ্চিত্রের প্রস্তাব রয়েছে তার কাছে। ব্যাটে বলে মিললে সেগুলোতেও অভিনয় করবেন জ্যোতি।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status