খেলা

আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন রোমেরো

স্পোর্টস ডেস্ক

২৩ মে ২০১৮, বুধবার, ১:২৫ পূর্বাহ্ন

আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো। হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন এ ৩১ বছর বয়সী ম্যানইউর গোলরক্ষক। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৯৪টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৪ বিশ্বকাপে গোলপোস্টের নিছে দারুণ দক্ষতার পরিচয় দেন তিনি। আসরের সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে আর্জেন্টিনাকে জয় এনে দেন রোমেরো। যদিও ফাইনালে জার্মানির কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা বঞ্চিত হয় আর্জেন্টাইনরা। গত ২১ মে বিশ্বকাপের জন্য চুড়ান্ত দল ঘোষণা করেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি। এ দলে রোমেরোসহ গোলরক্ষক ছিলেন তিনজন। বাকি দুজন উইলফ্রেডো কাবাইরো এবং ফ্রাঙ্কো আরমানি। দুজনই অনভিজ্ঞ। কাবাইরো মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আরমানিরতো এখনো অভিষেকই হয়নি। রোমেরোর পরিবর্তে টাইগার্স নাহুয়েল দলে ঢুকতে পারেন। আগামী ১৬ই জুন এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে নবাগত আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। গ্রুপ ‘ডি’তে তাদের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া এবং নাইজেরিয়া।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: উইলফ্রেডো কাবাইরো, ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মের্কাদো, এডুয়ার্ডো সালভিও, নিকোলাস ওটামেন্ডি, ফ্রেডেরিকো ফাজিও, মার্কোস রোহো, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুইনা, ক্রিস্টিয়ান আনসালদি।
মিডফিল্ডার: ম্যানুয়েল লানজিনি, ম্যাক্সিমিলিয়ানো মেজ, লুকাস বিলিয়া, এভার বানেগা, জিওভানি লো সেলসো, অ্যাঙ্গেল ডি মারিয়া, হাভিয়ের মাশ্চেরানো।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাওলো দিবালা, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়াইন, ক্রিস্টিয়ান পাভোন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status