শেষের পাতা

রাতারাতি সব কাজ করা সম্ভব নয়

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে

২৩ মে ২০১৮, বুধবার, ৯:৪৮ পূর্বাহ্ন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদযাত্রা হয়তো ভোগান্তি মুক্ত হবে না, তবে তা সহনীয় পর্যায়ে থাকবে। তিনি আরো বলেন, রাতারাতি সব কাজ করা সম্ভব নয়। আমাদের ভাবতে হবে আগে কি ছিল এখন কি হচ্ছে । আজকে একসঙ্গে কত কাজ। মন্ত্রী গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের মেঘনা সেতু এলাকায় আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করা ও টোল প্লাজা ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এক্সেল লোড স্টেশনের দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ঈদের সময় টোল সংক্রান্ত ভোগান্তি বা দুর্নীতির তথ্য পেলে দোষিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী, আগামী ঈদে ভাঙা রাস্তার জন্য যাতে ঘরমুখো মানুষের ভোগান্তি না হয় সেজন্য ৮ই জুনের মধ্যে রাস্তা মেরামতের জন্য নির্দেশ দেন সংশ্লিষ্টদের। দরকার হলে দিনের পাশাপাশি সারা রাতও মেরামত কাজ চলবে।
এছাড়া ঈদের আগের চারদিন আর পরের চারদিন ২০ ঘণ্টা সিএনজি স্টেশন চালু আর উল্টো পথে ভিআইপি আসলে তাদের আটকে দেয়ার পরামর্শ দেন তিনি।

এসময় সংসদ সদস্য নাসিম ওসমান, সংসদ সদস্য লিয়াকত আলী খোকা, সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএমসহ নারায়ণগঞ্জ ও কুমিল্লার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে রাজধানী ঢাকার সঙ্গে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। আমদানি-রপ্তানি বাণিজ্য, পণ্য পরিবহন ছাড়াও দেশের লাইফ লাইনখ্যাত এই মহাসড়ক দিয়ে যাতায়াত করে দেশের প্রায় ১৭ জেলার মানুষ। তবে গত কয়েক মাসের ধারাবাহিক যানজটে কার্যত অচল হয়ে পড়া এই মহাসড়কের যানজটের তীব্রতা এবার তা সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status