দেশ বিদেশ

বাসচাপায় নিহত নাজিমের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট

স্টাফ রিপোর্টার

২৩ মে ২০১৮, বুধবার, ৯:৪০ পূর্বাহ্ন

ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারে দুই বাসের পাল্লায় পড়ে ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা নাজিম উদ্দিনের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ওই দুর্ঘটনার বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে এ রুল জারি করেন। নাজিম উদ্দিনের মৃত্যুর ঘটনায় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিমকোর্টের আইনজীবী এবিএম গোলাম মোস্তফা তাজ। তিনি বলেন, ওই ঘটনার পর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনগুলো আদালতের নজরে আনা হলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে ক্ষতিপূরণ দেয়ার প্রশ্নে রুল জারি করেছেন।
আইনজীবী গোলাম মোস্তফা তাজ বলেন, স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন ও যোগাযোগ সচিব, বিআরটিএ চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার এবং শ্রাবণ ও মঞ্জিল পরিবহনের মালিকসহ আটজনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে আদেশে।
নাজিম উদ্দিন (৩৮) ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন। গত ১৭ই মে সকালে তিনি যাত্রাবাড়ীর শনিরআখড়া থেকে মোটরসাইকেলে করে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। এ সময় ফ্লাইওভারে শ্রাবণ ও মঞ্জিল পরিবহনের দুই বাসের পাল্লার মধ্যে পড়ে শ্রাবণ পরিবহনের বাসের ধাক্কায় ফ্লাইওভারের সড়কে ছিটকে পড়েন নাজিম উদ্দিন। পরে বাসটি তার বুকের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত নাজিম উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার দিন রাতে নিহতের একজন স্বজন যাত্রাবাড়ী থানায় মামলা করেন। ওই ঘটনায় শ্রাবণ পরিবহনের চালক ওহিদুল ও মঞ্জিল পরিবহনের চালকের সহকারী কামাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status