খেলা

কারস্টেনের ভাবনাতে সালাউদ্দিনও!

স্পোর্টস রিপোর্টার

২৩ মে ২০১৮, বুধবার, ৯:৩৪ পূর্বাহ্ন

দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ দলের কোচ নিয়োগে পরামর্শক হিসেবে। ভারতের আইপিএল শেষে তাই ঢাকায় এসেছেন গ্যারি কারস্টেন। তার সফরে দুদিনই কথা বলেছেন মাশরাফি বিন মুতর্জা, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন। বাদ যায়নি তরুণ ক্রিকেটার সৌম্য সরকার ও সাব্বির রহমানও। এদের কথা শুনেছেন গ্যারি কারস্টেন। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পরিচালকদের সঙ্গে ছাড়াও তিনি কথা বলেছেন দেশীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গেও। তাই প্রশ্ন উঠেছে, সবার সঙ্গে কথা বলে তিনি আসলে কিভাবে কোচ নিয়োগ করতে চান? বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন তিনি বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে ধারণা নিয়েছেন। জেনেছেন কি ধরনের কোচ চায় এদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা। অন্যদিকে নিজের কাজ নিয়ে গতকাল প্রথম কথা বলেছেন তিনি সংবাদ মধ্যমের সঙ্গে। এ দেশে আসার কারণ নিয়ে তিনি বলেন, ‘আমি এখানে এসেছি বাংলাদেশের ক্রিকেটের ভেতরটা দেখতে। এখানে এসে ভীষণ রোমাঞ্চিত। কাজ এগিয়ে নেয়ার জন্য এখানে সবাই বেশ উদার। আমার কাজ হলো এই মুহূর্তে বাংলাদেশের জন্য সেরা একজন কোচ খুঁজে বের করা।’
কি ধরনের কোচ প্রয়োজন বাংলাদেশের তা জানতেই গ্যারি তার সফরে কথা বলেছেন ক্রিকেট সংশ্লিষ্টদের সঙ্গে। তাই  তার সামনে প্রশ্ন এসেছিল বাংলাদেশে কি ধরনের কোচ দরকার টাইগারদের। জবাবে তিনি বলেন, ‘কঠিন প্রশ্ন। আমার মনে হয় আমি বুঝতে চেয়েছি আগে কারা ভালো কাজ করেছেন। আমি জানি চন্ডিকা দলের জন্য ভালো কাজ করেছেন। আমি বুঝতে চেয়েছি ওই সময় দলের জন্য ভালো হয়েছে কি না। আমার মনে হয় আমি ভেতরটা কিছুটা বুঝতে পেরেছি। কেউ একজনকে দ্রুত বেছে নিতে হবে। কারণ আপনারা জানেন অনেক হয়ে গেল (কোচ ছাড়া)। আশা করি কয়েক সপ্তাহের মধ্যেই কোচ পাওয়া যাবে।’ এ ছাড়াও বিভিন্ন ফরমেটের জন্য আলাদা আলাদা কোচের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। গ্যারি বলেন, ‘আমরা এটা নিয়ে কথা বলেছি। এখনো কিছু চূড়ান্ত করা হয়নি। আধুনিক ক্রিকেট যেভাবে চলছে তাতে দলের কোনটাতে লাভ হয় সেটা দেখতে হবে। সামনে বিশ্বকাপ আছে এটাও মাথায় রাখতে হচ্ছে। এটাই মূল ফোকাসের বিষয়। বিশ্বকাপ সামনে রেখে সেরা কোচ বেছে নেওয়াই আমাদের লক্ষ্য হবে।’
গ্যারি ক্রিকেটারদের সঙ্গে কথা বলা প্রসঙ্গেও সংবাদ মাধ্যমকে নিজের ভাবনার কথা তুলে ধরে বলেন, ‘তারা (ক্রিকেটার) বিশ্বাস করে দল সর্বোচ্চ পর্যায়ে লড়াই করতে জানে। তাদের আসল লক্ষ্য ভালো কিছু করা।’ অন্যদিকে দেশীয় কোচ সালাউদ্দিনের সঙ্গে কথা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তাহলে কি তার নজর  দেশের কোচদের উপরও? এ বিষয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান বলেন, ‘আমার যতটা ধরাণা সালউদ্দিনের কথা গ্যারি ক্রিকেটারদের কাছ থেকেই শুনেছেন। তিনি যে শুধু প্রধান কোচ নিয়ে কাজ করছেন তা নয়। হয়তো দেশিদেরও তিনি কাজে লাগাতে চান। তবে  সেটি প্রধান কোচ হিসেবে নয়।’  গতকাল সোনারগাঁও হোটেলে সকাল বেলাতেই  গ্যারি কারস্টেনের খুদে বার্তা পেয়ে হাজির হন মোহাম্মদ সালাউদ্দিন। দুই কোচের সাক্ষাৎকার পর্বটি গড়িয়েছে প্রায় ৩০ মিনিট। এ বিষয়ে সালাউদ্দিন বলেন, ‘তাঁর সঙ্গে কথা বলে ভালো লেগেছে। তিনি বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের ব্যাপারে জানতে চেয়েছেন। আমার ব্যাপারেও জিজ্ঞেস করেছেন তিনি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status