খেলা

এককভাবে শীর্ষে ওঠার সুযোগ মোহামেডানের

স্পোর্টস রিপোর্টার

২৩ মে ২০১৮, বুধবার, ৯:৩৪ পূর্বাহ্ন

আগের ম্যাচে উড়তে থাকা ঢাকা আবাহনীকে মাটিতে নামিয়ে এনেছে মোহামেডান। এবার গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংসেকে হারাতে পারলেই এককভাবে শীর্ষ স্থান দখল করবে সাদা-কালোরা। মওলানা ভাসানী স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে বিকালে সাড়ে চারটায়।
খুব একটা ভালো দল গড়তে পারেনি মোহামেডান। মেরিনার ও আবাহনীর চেয়ে কাগজে-কলমে খানিকটা পিছিয়ে তারা। তরুণ মওদুদুর রহমান শুরু কোচিং মাঠে তার ছিটেফোঁটাও প্রভাব পরছে না। দারুণ ফর্মে আছেন জাতীয় দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। বাকিরাও শতভাগ উজাড় করেই ঢাকা আবাহনীকে হারিয়েছে। আজও মেরিনার্সকে হারানোর ব্যাপারে আশাবাদী এই কোচ বলেন, আবাহনীকে হারিয়ে আমরা এখন মানসিকভাবে এগিয়ে। খেলোয়াড়দের বলেছি এই ধারাবাহিকতা বজায় রাখতে। মেরিনার যথেষ্ট ভালো দল। তাদের বিরুদ্ধে খুব সতর্ক হয়ে খেলতে হবে।’ মেরিনারের জার্মান কোচ অলিভার কার্টজ। অলিভার কার্টজ প্রেসবক্স থেকে মোহামেডান আবাহনী ম্যাচ দেখেছেন। প্রতিপক্ষ মোহামেডান নিয়ে তার মন্তব্য, ‘মোহামেডানে জিমির মতো খেলোয়াড় রয়েছে। বক্সের মধ্যে জিমি খুবই বিপজ্জনক খেলোয়াড়। মোহামেডানের বিদেশি খেলোয়াড়রাও ভালো। এ দুটি বিষয়ে আজ আমাদের সর্তক থাকতে হবে’। মোহামেডানের সাবেক খেলোয়াড় আশিকুজ্জামান এবার মেরিনারের সহকারী কোচ। আশিকের পরিবারের সঙ্গে মোহামেডানের আত্মীক সম্পর্ক। আজকের ম্যাচটি আশিকের জন্য একটু ভিন্ন রকম, ‘পেশাদারিত্ব অবশ্যই আগে। মেরিনার জয় ধারা অব্যাহত রাখবে- সেটাই কাম্য।’ টানা নয় জয়ে মোহামেডান ও মেরিনার ২৭ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে। আজকের ম্যাচে জয়ী দল শিরোপা জয়ে এগিয়ে থাকবে। এদিকে ঘরোয়া হকির বড় ম্যাচে আম্পায়ারিং একটা বড় বিষয়। মেরিনার-মোহামেডান ম্যাচে আম্পায়ারিং কেমন হয়- সেটা দেখার বিষয়। অপরদিকে মোহামেডানের কাছে হেরে তিন পয়েন্ট পেছনে ঢাকা আবাহনী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status