বাংলারজমিন

টু ক রো খ ব র

২৩ মে ২০১৮, বুধবার, ৯:৩৩ পূর্বাহ্ন

ওসমানীনগরে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: ওসমানীনগরে ভেজাল বিরোধী অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ওসমানীনগর উপজেলার প্রধান বাণিজ্যিককেন্দ্র গোয়ালাবাজারে ৫টি দোকানে পচা ও বাসী খাবার বিক্রি, পণ্যের গায়ে মূল্য ও তারিখ না থাকায় তা তাৎক্ষণিক আদায় করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে মালঞ্চ মিষ্টিঘর ১০ হাজার টাকা, আরিয়ান রেস্টুরেন্ট ৫ হাজার টাকা, মৌচাক অভিজাত মিষ্টিঘর ২ হাজার টাকা, বনফুল ২ হাজার টাকা ও কাঞ্চন ফল ভাণ্ডার ২ হাজার টাকা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেটের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।
নন্দীগ্রামে রাতে দোকান দিনে মোটরসাইকেল চুরি
বগুড়া প্রতিনিধি: নন্দীগ্রামে রাতে সিঁদ কেটে কীটনাশক দোকান ও দিনের বেলায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বেক্সিমকো কোম্পানির রিপ্রেজেটিভ সফিকুল ইসলাম জানান, নন্দীগ্রাম পৌর শহরের তিনি পরিবারসহ আদর্শ মার্কেটের পাশে ড্রিম হাউজের দ্বিতলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। গত সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ডিসকভার ১০০ সিসি (ঢাকা মেট্টো হ-৫৩-৪৯৮৫) মোটরসাইকেলটি বাসার সামনে রেখে বাসার দ্বিতলায় যান। একটু পরে বাসা থেকে বেরিয়ে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। এদিকে রোববার রাতে উপজেলার কাথম বাজারে কীটনাশক দোকানে সিঁদ কেটে দেড় লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিক বেলায়েত হোসেন বেলাল জানান, কীটনাশক দোকানে সিঁদ কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে বিভিন্ন কোম্পানির দেড় লাখ টাকার কীটনাশক চুরি করে নিয়ে গেছে।
মির্জাগঞ্জে গাজা সহ দম্পতি গ্রেপ্তার
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: মির্জাগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. ফিরোজ ভাণ্ডারী (৫২) ও তার স্ত্রী ফরিদা (৪৫) নামে মাদক ব্যবসায়ী দম্পত্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তারা উপজেলার মহিষকাটা গ্রামের স্থায়ী বাসিন্দা। থানা সূত্রে জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই বিমলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এএসআই মো. ফয়সাল ও এএসআই বাবুলের সহযোগিতায় ফিরোজের বসতবাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ওই পরিমাণ গাজা উদ্ধার করা হয়।
লালমনিরহাটে বোরো চাল সংগ্রহ উদ্বোধন
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বোরো চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা খাদ্যগুদামে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। এ সময় জেলা খাদ্যনিয়ন্ত্রক কাজি সাইফুদ্দিন ও জেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ শেখ আব্দুল হামিদসহ মিল মালিকগণ উপস্থিত ছিলেন।
লালমনিরহাাট জেলায় ৫টি উপজেলার ৭টি খাদ্যগুদামে ৯ হাজার ২৫৩ মে. টন চাল ক্রয় করা হবে।
তারাকান্দায় মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৫
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: তারাকান্দা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ৫ জনকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল হক জানান, সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ রামপুর ইউনিয়নের আটাধার গ্রামের মিরাশ উদ্দিনের পুত্র গোলাম মোস্তফা (২৫) এবং গ্রেপ্তারি পরোয়ানা মূলে আটাধার গ্রামের মিরাশ উদ্দিনের পুত্র আলমগীর (২২), আব্দুল জব্বারের পুত্র সোহরাব (৩০), ওয়াজেদ আলীর পুত্র মিরাশ উদ্দিন (৫৫), জৈনউদ্দিনের পুত্র সাইন উদ্দিন (৫২) গ্রেপ্তার করে।
শিশু ধর্ষিত
এদিকে তারাকান্দায় উপজেলা পল্লীতে আম দেয়ার প্রলোভন দেখিয়ে ১ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে জঙ্গলে ধর্ষণ করেছে এক বখাটে। জানা গেছে, উপজেলার বানিহালা ইউনিয়নের নলদিঘী গ্রামের নবী হোসেনের পুত্র বখাটে কাজল মিয়া (১৮) গত ৫ই মে বিকালে আম দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের বাড়ির ১ম শ্রেণির ছাত্রী (৭)কে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষিতা শিশুর পিতা বাদী হয়ে গতকাল মঙ্গলবার তারাকান্দা থানায় লিখিত অভিযোগ করেছেন।
পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফেনী প্রতিনিধি: সোনাগাজীতে মোহাম্মদ আবদুল্লাহ (৩) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চর দরবেশ ইউনিয়নে দক্ষিণ চরসাহাভিকারী গ্রামের জুনাব আলী সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ ওই বাড়ির জাকির হোসেনের ছেলে।
চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর ইসলাম ভুট্টো জানান, শিশু আবদুল্লাহর মা আবদুল্লাহকে বাড়ির আঙিনায় বসিয়ে রেখে ঘরে গৃহস্থালির কাজ করছিল। কিছুক্ষণ পর ছেলেকে আঙিনায় দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করে।
সোনাইমুড়ীতে বিভিন্ন প্রতিষ্ঠানের জরিমানা
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: সোনাইমুড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে সোনাইমুড়ী বাজারে আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার টিনা পাল, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী খাদ্য-দ্রব্যের মূল্য তালিকা না থাকা, ওজনে কম দেয়া, ভেজাল খাদ্য পরিবেশন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করায় বাবুল স্টোরের মুদি দোকান ১ হাজার, সততা বয়লার হাউজ ২ হাজার, দিলিপ এন্ড সন্স ২ হাজার, হাজী সেলিম মিয়ার গোস্ত দোকান বাটখারা ও পাল্লা জব্দসহ ২ হাজার, মামুন হোটেল ১০ হাজার, বিকাশ সাহার মুদি দোকান ২ হাজার, আবুল হোসেনের মুরগী দোকান ৫ হাজার, মোহাম্মদিয়া হোটেল ১ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

অপরদিকে দিনব্যাপী বাজারের ব্যবসায়ীদেরকে সতর্ক করে দ্রব্যমূল্য তালিকা লাগানো, ওজনে কম দেওয়া থেকে বিরত থাকা, ভেজাল খাদ্য পরিবেশন থেকে বিরত থাকার জন্য মাইকিং করা হয়। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও কারাদণ্ড দেয়া হবে বলে সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিনা পাল।

পীরগঞ্জে চেয়ারম্যান লাঞ্ছিত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: পীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে চৈত্রকোল ইউপি চেয়ারম্যানকে পৌর মেয়রের উপস্থিতিতে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে ইউপি সদস্য দুদু মিয়া ও তার পরিবারের লোকজন। সোমবার রাতে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের ঝাড়ামবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, ইউপি সদস্য দুদু মিয়াসহ চৈত্রকোল ইউনিয়নের ৯ ইউপি সদস্য সম্প্রতি চেয়ারম্যান জিয়াউর রহমান সবুজের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, ইউপি সদস্যদের লাঞ্ছিত করাসহ নানা দুর্নীতির বিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করে। এরই সূত্র ধরে সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে চেয়ারম্যান জিয়াউর রহমান সবুজ ইউপি সদস্য দুদু মিয়াকে একা পেয়ে চড়-থাপ্পড় মারে। এ ঘটনা দুদু মিয়া অন্যান্য ইউপি সদস্যসহ তার পরিবারকে জানায়।
সোমবার রাতে চৈত্রকোল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানের উদ্দেশ্যে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র এ্যাড. তাজিমুল ইসলাম শামীম ও চৈত্রকোল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান সবুজ মোটরসাইকেলযোগে যাওয়ার পথে ঝাড়ামবাড়ী মোড়ে এলে ক্ষিপ্ত ইউপি সদস্য দুদু মিয়া তার সহোদর আলম মিয়া, রাঙ্গা ড্রাইভার ও মোস্তাফিজার মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে পৌর মেয়রের উপস্থিতিতে চেয়ারম্যনকে মোটরসাইকেল থেকে নামিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পৌর মেয়র ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মৌলভীবাজারে পুলিশের উচ্ছেদ অভিযান
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে: মৌলভীবাজার পৌর শহরে অবৈধভাবে ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনাকারীদের উচ্ছেদ অভিযান চালিয়েছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। গতকাল (মঙ্গলবার) দুপুরে পৌর শহরের চৌমুহনা, চাঁদনীঘাট রোড, সেন্ট্রাল রোড, কোর্ট রোড এলাকা সহ শহরের সকল রোডে ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল আহাম্মদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ফুটপাথ দখল করে পথযাত্রী ও যানবাহনে বিঘ্ন সৃষ্টি করে ফলমূল রাখাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করা হয়। গত ২০শে মে মৌলভীবাজার পৌরসভার হলরুমে শহরের নাগরিকদের মতামতের ভিত্তিতে ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে অভিযান প্রেরণের সিদ্ধান্ত অনুযায়ী এ প্রদক্ষেপ নেয়া হয়।
কিশোরগঞ্জে ২৭ ঘর ভস্মীভূত
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর পুষনা তহশিলদারপাড়া গ্রামে পল্লী বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে ১৫টি পরিবারের ২৭টি ঘর, ঘরে রক্ষিত মালামাল, দুইটি ছাগলসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাত সাড়ে আটটার দিকে। উপজেলা পরিষদ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান করা হয়েছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে উত্তর পুষনা গ্রামের আলী মামুদের ছেলে আনারুল ইসলামের ঘর থেকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে ১৫টি পরিবারের ২৭টি ঘর, ঘরে রক্ষিত মালামাল ও দুইটি ছাগলসহ আনুমানিক প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম মেহেদী হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখারুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ দুই হাজার করে টাকা ৫টি করে কম্বল ও ২৫ কেজি করে চাল বিতরণ করেছেন। কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ বলেন, যে সমস্ত পরিবারের ঘর বাড়ি অগ্নিকাণ্ডে পুরে গেছে তাদের অধিকাংশ কৃষক। বিশেষ করে ওই সমস্ত কৃষকের আমন ধান, ভুট্টাসহ ঘরে রক্ষিত শেষ সম্বল আগুনে পুড়ে গেছে।
নান্দাইলে ৩ মাস পর কবর থেকে লাশ উত্তোলন
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: নান্দাইল পৌর সভার আঞ্জুমানে মুফিদুল ইসলাম কবরস্থান থেকে ৩ মাস পর মৃত মায়ের লাশ উত্তোলন করেছে তার দুই সন্তান। প্রায় ৩ মাস পূর্বে উপজেলার রাজগাতি ইউপির পাঁচদরিল্ল্যার দল্লী বিল থেকে অজ্ঞাতনামা মহিলা (৬০)র ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে নান্দাইল মডেল থানা পুলিশ। এ ব্যাপারে নান্দাইল মডেল থানার এস আই লিটন বাদী হয়ে একটি হত্যা মামলা করে। মামলা-নং ৫(৩)১৮। নিয়মমাফিক আঞ্জুমানে মুফিদুল ইসলাম নান্দাইল উপজেলা শাখা আচারগাঁও মহল্লায় তাদের নিজস্ব কবর স্থানে অজ্ঞাত হিসেবে লাশটি দাফন করে। এর কিছুদিন পর ছবি ও পোশাক দেখে লাশ শনাক্ত করে দুই পুত্র সাইফুল ইসলাম ও আজিজুল ইসলাম। তাদের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউপির মরিচখালী গ্রামে। নিহত মহিলা খুর্শেদা বানু স্বামী লাল মাহমুদ। আদালতের নির্দেশে মঙ্গলবার আনুমানিক দুপুর ২টায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার। লাশটি পারিবারিক কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
বানিয়াচঙ্গে ৩ মাদক বিক্রেতা গ্রেপ্তার
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: বানিয়াচং থানা পুলিশ পৃথকস্থানে অভিযান চালিয়ে তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, চোলাই মদ ও গাঁজা উদ্ধার করা হয়। গতকাল বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে বানিয়াচংয়ের পৃথকস্থানে অভিযান চালিয়ে ৯নং পুকড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের ছাবু রবিদাশের ছেলে এরশাদ রবি দাশ আবু (২১), পৈলারকান্দি গ্রামের জনকি রবি দাশের ছেলে দিলিপ রবি দাস (২০) এবং বানিয়াচং সদরের কামালখানী গ্রামের আজমত উল্বার ছেলে আব্দুল মজিদ (৪৫) কে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার ১শ’ টাকা ৫০ লিটার চোলাই মদ ও ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
যশোরে ইয়াবাসহ আটক ইউপি চেয়ারম্যান ও মেম্বার
স্টাফ রিপোর্টার, যশোর থেকে: মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম ও একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার এনামুল হক মোল্ল্যা এক হাজার পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইনসহ যশোর কোতোয়ালি থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।
সোমবার গভীর রাতে কোতোয়ালি পুলিশ তাদের যশোর শহরের রবীন্দ্রনাথ সড়কে অবস্থিত ঢাকা ব্যাংকের সামনে থেকে গ্রেপ্তার করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status