বাংলারজমিন

সিলেটে লা-মাযহাবীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে উলামা পরিষদের আলটিমেটাম

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৩ মে ২০১৮, বুধবার, ৯:৩১ পূর্বাহ্ন

সিলেটে লা মাযহাবীদের নিয়ে উত্তেজনা চলছে। তাদের কর্মকাণ্ডে ক্ষোভ বিরাজ করছে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে। এ কারণে তাদের কর্মকাণ্ড বন্ধ করতে সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে আলটিমেটাম দিয়েছে উলামা পরিষদ বাংলাদেশ। গতকাল সিলেটের জেলা প্রশাসকের কাছে দেওয়া এক স্মারকলিপিতে তারা এ আলটিমেটাম দিয়ে বলেন, ‘আহলে হাদীস নামক লা মাযহাবী’দের অপতৎপরতা বন্ধ না হলে পরবর্তীতে পরিস্থিতির জন্য কাউকে দায়ী করা যাবে না। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানকালে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানও উপস্থিত ছিলেন। এদিকে- সিলেট নগরীর বিভিন্ন স্থানে ‘আহলে হাদীস নামক লা মাযহাবী’দের অপতৎপরতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে উলামা পরিষদ বাংলাদেশ। গতকাল সোমবার রাতে নগরীর সোবহানীঘাট মাদ্রাসায় সর্বস্তরের তৌহিদী জনতার এক আলোচনা সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। এতে সভাপতিত্ব করেন-জামিয়া মাহমুদিয়া সুবহানীঘাট-এর মুহতামিম মাওলানা শায়খ শফিকুল হক আমকুনী। সভায় আহলে হাদিস নামধারী লা মাজহাবীদের ইফতারের ৫ মিনিট পূর্বে মাগরিবের আজান দিয়ে মুসলমানদের ফরজ রোজা নষ্ট করার ষড়যন্ত্র, ৮ রাকাত তারাবির নামাজের ঘোষণার মাধ্যমে সমাজে অনৈক্য সৃষ্টি এবং শরীয়ত সম্মত ব্যবস্থাপনা না থাকা সত্ত্বেও মহিলাদেরকে দাওয়াত করে মসজিদে নিয়ে আসার বিষয় নিয়ে আলোচনা হয়। ওলামা পরিষদ বাংলাদেশের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মুহিবুর রহমান মিটিপুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন-জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার মুহতমিম ও উলামা পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি মাওলানা আবুল কালাম যাকারিয়া, দরগাহ মাদ্রাসার শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মাওলানা রেজাউল করিম জালালী, সাবেক পি পি এডভোকেট নুরুল হক, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা ক্বারী মুজাম্মিল হুসাইন, ঝেরঝেরীপাড়া মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা হারুনুর রশীদ আল-আজাদ, মুফতি রশীদ আহমদ, হাফিজ মাওলানা আহমদ ছগীর, আঞ্জুমানে আল ইসলাহ প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম, কুমারপাড়া জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা শফিকুর রহমান, আগপাড়া জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, কাউন্সিলর সাইফুল আমিন বাকের ও আব্দুল মুহিত জাবেদ, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, নাইওরপুর জামে মসজিদের সাবেক সভাপতি আলহাজ্ব হারুন আহমদ, কদমতলী জামে মসজিদের সেক্রেটারি হাজী আব্দুল হান্নান, মুহিউল ইসলাম মনসুর ও কুমারপাড়ার আব্দুল আহাদ দুলন প্রমুখ। সভায় মুফতি মাওলানা আবুল কালাম জাকারিয়া বলেন, পবিত্র মক্কা-মদিনাসহ বিশ্বের সকল উলামায়ে কেরামের ঐক্যমত হল লা মাযহাবী বা আহলে হাদিস সমপ্রদায় একটি বাতিল ফেরকা। শাহজালালের (র.) মাটি থেকে এদের উৎখাত করতে হবে। মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি বলেন, নামায, রোযা, জানাজা, কোরবানি এসব ইসলামের মীমাংসিত বিষয়। এগুলোকে প্রশ্নবিদ্ধ করা কারোরই কাম্য নয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status