বাংলারজমিন

পটুয়াখালীতে গ্রাম আদালতে ৯ মাসে ৯১৮ জন বিচার পেয়েছে

পটুয়াখালী প্রতিনিধি

২৩ মে ২০১৮, বুধবার, ৯:৩১ পূর্বাহ্ন

পটুয়াখালীতে গ্রাম আদালতে ২০১৭ সালের জুলাই থেকে ২০১৮-এর মার্চ পর্যন্ত নয় মাসে আবেদনের শতকরা ৫৯ ভাগ মানুষ অর্থাৎ ৯১৮ জন মানুষ বিচার সুবিধা পেয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে ‘গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় পটুয়াখালীতে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে গিয়ে প্রকল্পের কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ স্পেশালিস্ট অর্পণা ঘোষ এ কথা জানান।
তিনি মতবিনিময় সভায় আরো জানান, উক্ত প্রকল্পের আওতায় পটুয়াখালীর সদর উপজেলার ১২টি ইউনিয়নে, বাউফলের ১৫টি ইউনিয়ন, গলাচিপায় ১২টি ইউনিয়নে ও মির্জাগঞ্জ উপজেলায় ৬টি মোট ৪৫টি ইউনিয়নসহ দেশের ৮টি বিভাগের ২৭টি জেলার ১২৮টি উপজেলার ১,০৮০টি ইউনিয়নে প্রকল্পের নিজস্ব কার্যক্রম, স্থানীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা এবং গণমাধ্যমের সহায়তায় গ্রামীণ জনগণের মাঝে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা বৃদ্ধি করে স্থানীয় জনগণ বিশেষ করে নারী, দরিদ্র ও বিপদাপন্ন জনগোষ্ঠী অন্যায়ের প্রতিকার চাইতে পারে এবং নিজেদের মধ্যকার বিরোধগুলো স্থানীয় পর্যায় দ্রুততম সময়, স্বল্প খরচে ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তি করতে পারে তার জন্য গ্রাম আদালত কাজ করছে। এ কার্যক্রমের মাধ্যমে ১,০৮০টি ইউনিয়নে গ্রাম আদালতে জুলাই ২০১৭ইং হইতে মার্চ ২০১৮ইং পর্যন্ত নয় মাসে ৩৬,৯৫৮টি আবেদনের মধ্যে ২৪,১১৭টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং ২ কোটি ২৪ লাখ ২৭ হাজার ১৫৫ টাকা ক্ষতিপূরণ আদায় হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ এর সভাপতিত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হেমায়েত উদ্দিন। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সহ-সভাপতি মুফতি সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সদস্য আবদুস সালাম আরিফ, সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত, সাবেক ট্রেজারার মুজাহিদুল ইসলাম প্রিন্স, মির্জাগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, গলাচিপার সাইফুর রহমান এলিট, বাউফলের মিজানুর রহমান মিজান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status