বাংলারজমিন

গরিবের এম্বুলেন্স

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি

২৩ মে ২০১৮, বুধবার, ৯:৩১ পূর্বাহ্ন

গরিব মানুষদের অল্প খরচে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘গরিবদের জন্য এম্বুলেন্স’ নামে রোগী বহনকারী একটি গাড়ি তৈরি করেছেন নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম। চেয়ারম্যান আবুল কালাম বলেন, নাটোর জেলার মধ্যে যোগাযোগ অনুন্নত চলনবিলের মধ্যস্থলে অবস্থিত ডাহিয়া ইউনিয়ন। এ এলাকার কেউ অসুস্থ হলে সিংড়া শহর থেকে এম্বুলেন্স আসতে অনেক সময় লেগে যায়। সময়মতো এম্বুলেন্স না আসায় রোগী মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। আবার এম্বুলেন্সের ভাড়া জোগান দিতে না পেরে অনেকের চিকিৎসা হয় না। এসব ঘটনা আমার মনকে নাড়া দিলে আমি ২০১৭-১৮ অর্থ বছরের এলজি এসপি প্রকল্পের ২ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে অবহেলিত মানুষদের অল্প খরচে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে গরিবদের জন্য এম্বুলেন্স তৈরী করি। চেয়ারম্যান আরো জানান, রোগী বহনের জন্য অতিরিক্ত কোন ভাড়া দিতে হয় না শুধু যাতায়াত খরচ বহন করতে হয় তাদের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status