বিনোদন

ঈদের নাটকে ব্যস্ত ছোট পর্দার শিল্পীরা

এন আই বুলবুল

২৩ মে ২০১৮, বুধবার, ৯:২৪ পূর্বাহ্ন

ঈদের আনন্দ বাড়িয়ে দিতে প্রতি বছর টেলিভিশন চ্যানেলগুলো আয়োজন করে নানা রকম অনুষ্ঠানের। এগুলোর মধ্যে দর্শকের আগ্রহ বেশি থাকে নাটক ও টেলিছবির দিকে। ঈদের জন্য নির্মিত হচ্ছে রোমান্টিক, ফ্যান্টাসি, হররসহ বিভিন্ন ধারার গল্পের নাটক। ঈদে প্রায় দেশের ২৩টিরও বেশি চ্যানেলে সপ্তাহব্যাপী চলতে থাকে বিশেষ আয়োজন। এসব চ্যানেলে প্রতি দিন ৪-৫টি করে ঈদের বিশেষ নাটক প্রচার হয়। সেদিক থেকে বরাবরের মতো এবারও ঈদের জন্য প্রায় ৬০০ নাটক নির্মাণ হচ্ছে বলে জানা যায়। ফলে শিল্পী-নির্মাতাদের যেন দম ফেলার সময় নেই। শুটিংয়ে আজ পুবাইল তো কাল উত্তরা। এমনকি দেশের বাইরেও উড়াল দিতে হচ্ছে তাদের। জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশা নতুনরাও ব্যস্ত রয়েছেন। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এরইমধ্যে ঈদের একাধিক নাটকের কাজ শেষ করেছেন। উল্লেখযোগ্য নাটকগুলো হলো সাগর জাহানের দু’টি ধারাবাহিক ‘মাহীনের লাল ডায়েরি’ ও ‘ফ্যাট মান’, মুরসালিন শুভর ‘তোমাকে চাই’ এবং জাকিউল ইসলাম রিপনের ‘প্রফেসর ডাবলু’। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে দেখা যাবে সাগর জাহানের ‘নসু ভিলেন’ ও গোলাম সোহরাব দোদুলের ‘সুগন্ধি বোড়িং ও তুমি’সহ বেশ কিছু একক নাটকে। বড় ছেলেখ্যাত অপূর্ব গেল বছরের মতো এবারো দারুণ ব্যস্ত সময় পার করছেন ঈদের নাটকের কাজ নিয়ে। এরইমধ্যে তিনি শেষ করেছেন মিজানুর রহমান আরিয়ানের ‘প্রবাসী’ শীর্ষকসহ বেশ কিছু নাটক-টেলিছবির কাজ। চলতি সময়ের জনপ্রিয় অভিনেতা আরফান নিশোকেও দেখা যাবে একাধিক নাটকে। এরইমধ্যে এই অভিনেতা ঈদের জন্য সাজ্জাদ সুমনের ‘বুক পকেট’ ও ‘ক্লাসলেস মোখলেস’, সুমন আনোয়ারের ‘কমলার বনবাস’, মেহেদী হাসান জনির ‘সরল সোজা ছেলেটা’ ও ‘একটা প্রেমের গল্প বলবো’, বি ইউ শুভর ‘ভেতর বাহির’, হিমেল আশরাফের ‘লিফটম্যান’ ও হাবিব শাকিলের ‘রাজ্জাক-সুচিত্রা’ শিরোনামের নাটকগুলোর কাজ শেষ করেছেন। জনপ্রিয় অভিনেত্রী তিশা বর্তমানে টেলিভিশনে শুধু বিশেষ দিবসের নাটক-টেলিছবিতে কাজ করেন। সেই ধারাবাহিকতায় এবার ঈদেও তাকে একাধিক নাটকে দেখা যাবে। এরই মধ্যে ঈদের জন্য তিনি শেষ করেছেন জাকারিয়া সৌখিনের ‘শহরে নতুন প্রেমিক’, ‘মাহিনের লাল ডায়েরি’ ও ‘মাছের দেশের মানুষ’, গোলাম সোহরাব দোদুলের ‘সুগন্ধি বোর্ডিং ও তুমি’, আবু হায়াত মাহমুদের ‘তারামনের অভিপ্রয়াণ’ ও ইমরাউল রাফাতের টেলিছবি ‘উত্তরাধিকার’। জনপ্রিয় অভিনেত্রী মম থাকছেন শিহাব শাহিনের ‘বন্ধন’ ও ‘বিনি সুতার টান’ শিরোনামের দু’টি নাটকে। চলতি সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাও ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঈদে তাকে মাবরুর রশিদ বান্নার ‘ছাত্র’ ও ‘চশমায় লেগে থাকা ভালোবাসা’, রাহাত মাহমুদের ‘আমার দোসর যে জন’, রিংকুর ‘সিগন্যাল’, বিইউ শুভর ‘ভেতর বাহির’, বিপ্লবের ‘বাবাকে বলে দেবো’, আদিত্য জনির ‘অথৈ নিলিমা’ নাটকগুলোতে দেখা যাবে বলে জানান। মনপুরাখ্যাত ফারহানা মিলিও ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানিয়েছেন। ঈদের জন্য তার উল্লেখযোগ্য নাটকগুলো হলো শামীম জামানের ছয় পর্বের ‘চুটকি ভাণ্ডার’, গোলাম সোহরাব দোদুলের ‘জোড়া সাঁকো’, জাকিয়ুল ইসলাম রিপনের ‘প্রফেসর ডাব্লু’, একে শুভর ‘সে আমার মনচোর’ ও আলমগীর রুমনের ‘গুলজার’। নির্মাতা অঞ্জন আইচের ‘অথবা শ্রাবণের বৃষ্টিতে’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে। গেল ঈদে অভিনেত্রী মৌসুমী হামিদের বেশ কিছু নাটক দর্শকের মনে দারুণভাবে দাগ কাটে। এবারো তিনি সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান বলে জানান। এরইমধ্যে ঈদের জন্য তিনি শেষ করেছেন সালাহউদ্দিন লাভলুর ‘ফেসবুকে বিবাহ’, সুমন আনোয়ারের ‘কমলার বনবাস’ এবং তিনটি ছয়পর্বের ধারাবাহিক। ধারাবাহিকগুলো হলো- সাইদুর রহমান রাসেলের নির্মাণে ‘ই ফর এডুকেশন’ এবং ‘পঞ্চপাণ্ডব’। আর বরিশাল, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের ভাষা নিয়ে নির্মিত আবু হায়াত মাহমুদের হাসির ধারাবাহিক ‘বিএনসিসি’। চলতি সময়ের গ্ল্যামার মডেল-অভিনেত্রী প্রসূন আজাদ। এক বছর নিষিদ্ধ থাকার পর গেল বছরের শেষের দিক থেকে আবারো অভিনয়ে নিয়মিত হয়েছেন। এই অভিনেত্রীকে এবার ঈদের একাধিক খণ্ড নাটকে দেখা যাবে। ঈদের জন্য ‘কংকাবতির আংটি’, ‘সেভেনডেস নেপাল’, ‘খুঁজে ফিরি আপনায়’, ‘ওয়াও নেপাল’, ‘লাফিং বুদ্ধ’, ‘নেপাল স্ট্রেঞ্জার’ ‘তগদির’ ও ‘ব্ল্যাকমেইল’সহ বেশ কিছু নাটকের কাজ শেষ করেছেন বলে জানান। অভিনেত্রী আশনা হাবিব ঈদে টিভি পর্দায় থাকছেন অনিমেষ আইচের ‘গিফট’, সোহেল রানা ইমনের ‘মেঘ পিয়নের চিঠি’ ও সাগর জাহানের ‘দুলু বাবুর্চি’ নাটকে। এটিও নির্মাণ করেছেন অনিমেষ আইচ। বাংলাদেশ মিস ওয়র্াল্ডের আলোচিত-সমালোচিত প্রতিযোগী এভ্রিল। এবার ঈদের টিভি নাটকে তাকেও দেখা যাবে। ঈদে তিনি থাকছেন নির্মাতা এস এ হক অলীকের ‘ফুটবলে প্রেম’ শীর্র্ষক একটি খণ্ড নাটকে। প্রথমবারের ঈদের নাটকের মধ্য দিয়ে অভিষেক হচ্ছে লাক্স সুপারস্টার মিম মানতাসার। ফেরদৌস হাসানের টেলিছবি ‘ভবঘুরে’তে তিনি জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসানের সঙ্গে। এই সময়ে ঈদের নাটক নিয়ে আরো ব্যস্ত সময় পার করছেন চলতি সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবির, শবনম ফারিয়া, নাবিলা ইসলাম, অভিনেতা ঈরফান সাজ্জাদ, জোভান ও তৌসিফসহ অনেকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status