বাংলারজমিন

ধনাগোদা শাখা নদীতে অবৈধ বালু উত্তোলন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

২৩ মে ২০১৮, বুধবার, ৯:০৬ পূর্বাহ্ন

মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার মধ্যখানে ধনাগোদা শাখা নদীর গাজীপুর ও চরমাছুয়াসংলগ্ন্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় একটি মহল। গত এক সপ্তাহ ধরে প্রতিনিয়ত দিন-রাত বালু উত্তোলন করে চলেছে। পাশেই তৈরি হচ্ছে সরকারের শত কোটি টাকার আইটি পার্ক। অবৈধভাবে বালু উত্তোলন করায় আইটি পার্ক স্থাপনের স্বপ্ন এখন হুমকির মুখে। তাছাড়া, ছোট্ট এই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীর দুই পাশের ফসলি জমি ভেঙ্গে অনেক ক্ষতি হচ্ছে। গত রোববার সকালে সরজমিন গিয়ে জানা যায়, মতলব উত্তর উপজেলার চরমাছুয়া এলাকার সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলু, একই এলাকার সোলেমান ও গাজীপুর গ্রামের মারফত আলী গং বেশ ক’দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। প্রতিদিন কমপক্ষে ১২-১৩টা বালু জাহাজ এখান থেকে বালু নিয়ে যায়। সরজমিন দেখা গেল একটি জাহাজ বালু নিয়ে যাচ্ছে, আরেকটিতে বালু ভরছে এবং আরো কয়েকটি বালু ভর্তির জন্য অপেক্ষায় আছে। আল-মদিনা, ইমা, ইয়বার্তা, স্বপ্না, ফরাজী ও রিপন মোল্লা নামের ৬টি বালু জাহাজ বালু আনা নেয়ার কাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জাহাজ শ্রমিক জানায়, প্রতি দিন-রাত মিলে এখানে কমপক্ষে ১২-১৩টা বালু জাহাজ আসে, বালু নিয়ে যায়। একটি বালু জাহাজে কমপক্ষে ৫ হাজার ফুট থেকে শুরু করে ৯ হাজার ফুট পর্যন্ত বালু ধরে। এ বিষয়ে বালু উত্তোলনকারী বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলু মেম্বারের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এখানে বালু উত্তোলনের বিষয়ে কোনো কাগজ-পত্রাদি আছে কি-না তা আমি জানি না। তবে আমি বালু উত্তোলন করছি মতলব পৌরসভার মেয়রের কথায় এবং আমি তার কাজই করছি। নদীতে অবৈধভাবে বালু কাটার কারণে মতলব উত্তরে নির্মাণাধীন আইটি পার্কটি হুমকির মুখে এ পরিস্থিতির বিষয়ে তলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এ বিষয়ে আমি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status