বিনোদন

বঙ্গভূষণ সম্মাননায় আশা ভোঁসলে

বিনোদন ডেস্ক

২২ মে ২০১৮, মঙ্গলবার, ১২:৫২ অপরাহ্ন

উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলেকে বঙ্গভূষণ সম্মান জানাল ভারতের পশ্চিমবঙ্গ সরকার। গতকাল সোমবার কলকাতার নজরুল মঞ্চে বঙ্গভূষণ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই এ শিল্পীকে এ সম্মাননায় সম্মানিত করা হয়। এ দিনের অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, পৃথিবীর ইতিহাসে আজ সম্মানের দিন। ২০১১ সাল থেকে আমরা এটা চালু করেছি। আশাজিকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত। আমাদের হৃদয়ে লিপিবদ্ধ হয়ে আছে আশাজি, লতাজির নাম। অনুষ্ঠানে আশা ভোঁসলেকে গান  শোনানোর অনুরোধ জানান মুখ্যমন্ত্রী মমতা। তার অনুরোধে গানও গেয়ে শোনান আশা। এসময় পুরো অনুষ্ঠান অন্যরকম একটি আবহের সৃষ্টি হয়। ২০১১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরই সমাজে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের এই সর্বোচ্চ সম্মাননা দিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের সরকার। গতকাল নজরুল মঞ্চ যেন তারার মেলায় পরিণত হয়। কলকাতার সব ক্ষেত্রের বিশিষ্টজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের বক্তব্য রাখেন কথাসাহিত্যিক সমরেশ মজুমদারও। এদিন আরও যারা বঙ্গভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তারা হলেন, প্রাক্তন রাজ্যপাল ও অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেন, প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মুহম্মদ হাবিব, গিরিজা দেবী ও গবেষক সুহৃদ কুমার ভৌমিক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status