বিনোদন

আলাপন

‘অনেকদিন পর টিভি নাটকে কাজ করছি’

কামরুজ্জামান মিলু

২২ মে ২০১৮, মঙ্গলবার, ৯:৫৬ পূর্বাহ্ন

মাঝে দীর্ঘদিন টিভি নাটকে অভিনয় করেননি তিশা। তবে বর্তমানে ঈদের জন্য  বেশ কিছু নাটকে অভিনয় করছেন। এরইমধ্যে শেষ করেছেন দয়াল সাহার রচনা ও পরিচালনায় আবু হায়াত মাহমুদের পরিচালনায় নাটক ‘তারামনের অভিপ্রয়াণ’, একই নির্মাতার নির্দেশনায় ‘ফেয়ার প্লে’, ইমরাউল রাফাতের টেলিছবি ‘উত্তরাধিকার’, গোলাম সোহরাব দোদুলের ‘সুগন্ধি বোর্ডিং ও তুমি’সহ আরো কয়েকটি খন্ড নাটকের কাজ। ঈদের নাটকে কাজ করা প্রসঙ্গে তিশা বলেন, অনেকদিন পর টিভি নাটকে কাজ করছি। বেশ কিছু ভালো স্ক্রিপ্ট হাতে পেয়েছি এবার। আর এরইমধ্যে কয়েকটি নাটকের কাজও শেষ হয়েছে। যেমন জাহিদ হাসান এবং চঞ্চল  চৌধুরীর বিপরীতে ‘ফেয়ার প্লে’ নাটকে কাজ করেছি। ঈদের জন্য নির্মিত ৭ পর্বের এ ধারাবাহিক নাটকে কাজ করে আমার ভালো লেগেছে। নাটকের কাহিনীটা এখন শেয়ার করতে চাই না। তবে কাজটি করে আমার ভালো লেগেছে। আগের ঈদের নাটকের চেয়ে কোনো ভিন্নতা কি গল্পে খুঁজে পেয়েছেন? এমন প্রশ্নের জবাবে তিশা বলেন, গল্প ভালো লেগেছে বলেই তো কাজগুলো করছি। এবারের কাজগুলো   দেখলে দর্শক ভিন্নতা খুঁজে পাবেন। তবে ঈদের নাটক এবার কেমন হবে তা জানতে হলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ ঈদের কাজ তো সবে শুরু করেছি। আরো কিছু কাজ সামনে করব। এ বছরের ভালোবাসা দিবসে সাগর জাহানের ‘মধ্যবিত্ত ফ্রিজ’ এবং ইমরাউল রাফাতের ‘আজ নীতুর গায়ে হলুদ’ নাটকে তিশার অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। সে ধারাবাহিকতায় এবারের ঈদেও ভিন্ন ভিন্ন চরিত্রে তিশাকে দর্শক দেখতে পাবেন এমন প্রত্যাশা অনায়াসেই করা যায়। এবার আসা যাক বড়পর্দার কাজ প্রসঙ্গে। সবশেষ মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ এবং তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য দারুণ প্রশংসিত হয়েছেন তিশা। আলোচনায় থেকেই এরইমধ্যে মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় ‘শনিবারের বিকেল’ নামে নতুন ছবির শুটিং শেষ করেছেন। এ ছবিতে কলকাতার অভিনেতা পরমব্রতের বিপরীতে তিশাকে রাইসা নামের চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শকরা। এছাড়া তিশা শেষ করেছেন ছোটপর্দার স্বনামধন্য নির্মাতা তাহের শিপন ও কলকাতার মুকুল রায়  চৌধুরীর পরিচালনায় যৌথ প্রযোজনার ছবি ‘হলুদবনি’র কাজ। এর চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভা দাশগুপ্ত। প্রযোজনা করছে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম ও কলকাতার টেলিসিনে এন্টারটেইনমেন্ট। আর সামনে শুরু করবেন কলকাতার পরিচালক অরিন্দম শীলের নির্দেশনায় ‘বালিঘর’ ছবির কাজ। এরইমধ্যে এ ছবির মহরত হয়েছে ঢাকায়। ছবিতে আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে তাকে। তবে কবে থেকে এ ছবির কাজ শুরু করবেন তিনি জানতে চাইলে তিশা বলেন, এ ছবির শুটিংয়ের তারিখ এখনো ঠিক হয়নি। আশা করছি, ঈদের পর শুরু করতে পারব। নুসরাত ইমরোজ তিশা ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘রানা পাগলা-দ্য মেন্টাল’, ‘অস্তিত্ব’সহ বাংলাদেশের বেশকিছু ছবিতে এর আগে কাজ করেছেন। আর ছবির সংখ্যার চেয়ে বড় বিষয় হচ্ছে বিভিন্ন ছবিতে ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। ছবি বা নাটকের চরিত্রের বিষয়ে তিনি খুবই খুতখুতে স্বভাবের। অনেক নির্মাতা তার কাছে গল্প নিয়ে বার বার যাওয়ার পরও তিশার মনমতো না হওয়ার কারণে ফিরে আসার ঘটনাও ঘটেছে। তিশা সামনের কাজের বিষয়ে বলেন, আগে থেকে চিন্তা করে কাজ করতে পারি না আমি। ভালো চরিত্র বা সিনেমার গল্প হাতে পেলেই খুশি। আর আমার থিওরি খুবই সিম্পল। সেটা কেমন জানতে চাইলে তিনি এক কথায় বলেন, নিজেকে এবং সবাইকে ভালো রাখতে চাই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status