দেশ বিদেশ

এনডিপির নিবন্ধনের আবেদন ইসিতে নামঞ্জুর

স্টাফ রিপোর্টার

২২ মে ২০১৮, মঙ্গলবার, ৯:৩৯ পূর্বাহ্ন

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) নিবন্ধনের বিষয়ে হাইকোর্টের দেয়া নির্দেশের প্রেক্ষিতে দলটির আবেদন যাচাই-বাছাই করেছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুসরণ না করায় এবং ১৯৯৬ সালে অনুষ্ঠিত ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দলীয় কার্যক্রমের ধারাবাহিকতা না থাকায় দলটির নিবন্ধনের আবেদন মঞ্জুর হয়নি। আবেদন নিষ্পত্তির পর রাজনৈতিক দলের নিবন্ধন প্রদানকারী কর্তৃপক্ষ ইসি গতকাল এনডিপির চেয়ারম্যানকে চিঠি দিয়ে বিষয়টি অবহিত করেছে। এনডিপির আবেদন পর্যালোচনা করে ইসি জানিয়েছে, এনডিপির প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য পরবর্তীতে অন্য নিবন্ধিত রাজনৈতিক দলে যোগ দিয়ে ওই রাজনৈতিক দল থেকে এমপি নির্বাচিত হন। ১৯৯৬ এবং ২০০১ সালে এনডিপি নামে কোনো দল জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি। এনডিপির দাখিল করা গঠনতন্ত্র যাচাই করে ইসি দেখতে পেয়েছে, গঠনতন্ত্রটি ২০০৮ সালে ছাপানো হয়েছে। দলটি এর আগে কোনো গঠনতন্ত্র দাখিল করেনি। ইসির পর্যবেক্ষণে বলা হয়েছে, ২০০৮ সালের আগে দলটি কার্যকর ছিল না। তাই এর  গঠনতন্ত্র বা দলের সভা বা কোনো কাউন্সিল অনুষ্ঠানের কোনো বিষয় ছিল না। অর্থাৎ, ১৯৯৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর দলটির দলীয় কার্যক্রমে ধারাবাহিকতা নেই। আবেদনকারী দলটি ১৯৯১ সালের এনডিপি নামীয় দলটি কি-না তা নিশ্চিত নয় ইসি।
উল্লেখ্য, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি)  নিবন্ধনের বিষয়টি বিবেচনা করতে গত ১২ই মার্চ নির্বাচন কমিশন (ইসি)কে নির্দেশ দেয় হাইকোর্ট। এনডিপি জাতীয় সংসদ নির্বাচনে কেন অংশ নিতে পারবে না মর্মে জারি করা রুল চূড়ান্ত নিষ্পত্তি করে এ রায় ঘোষণা করেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আবেদন করে এনডিপি। কিন্তু নির্বাচন কমিশন তাদেরকে নির্বাচনে অংশ না নিতে আদেশ দেন। সংগঠনটির  চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা সে আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status