এক্সক্লুসিভ

সৌদি আরবের সর্বোচ্চ সামরিক পদক পেলেন বিমান বাহিনী প্রধান

স্টাফ রিপোর্টার

২২ মে ২০১৮, মঙ্গলবার, ৯:১৩ পূর্বাহ্ন

সৌদি আরবের সর্বোচ্চ সামরিক পদক ‘কিং আব্দুল আজিজ কলার অব মেরিট এক্সিলেন্ট ক্লাস’ মেডেল পেয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার। রোববার বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের মিলিটারি অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তুর্কি এম আল-গার্নি বিমান বাহিনী ফ্যালকন হলে রাজকীয় সৌদি বাদশাহ সালমান বিন  আব্দুল আজিজ আল সৌদ’র দেয়া মেডেল হস্তান্তর করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। তিনি সংক্ষিপ্ত ভাষণে বলেন, এই ধরনের পদকপ্রাপ্তি দুই দেশের মধ্যে বিরাজমান চমৎকার সম্পর্কের প্রমাণ বহন করে। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে এই সম্পর্ক আরো সুদৃঢ় হবে। উল্লেখ্য যে, প্রথমবারের মতো বাংলাদেশ বিমান বাহিনীর একজন বাহিনী প্রধান সৌদি আরবের সর্বোচ্চ সামরিক পদক অর্জন করলেন। বিমান বাহিনী প্রধান তার ভাষণে বলেন, সৌদি আরবের নিকট থেকে এই পদকপ্রাপ্তি বাংলাদেশ বিমান বাহিনী তথা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য খুবই সম্মান ও গৌরবের বিষয়। তিনি তার ভাষণে রাজকীয় সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদকে মেডেল প্রদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং রাজকীয় সৌদি আরবের চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাহিয়াদ বিন হামিদ আল- রোওয়াইলিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও তিনি বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের মিলিটারি অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তুর্কি এম আল-গানিকে মেডেল হস্তান্তরের জন্য ধন্যবাদ জানান। আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনী প্রধানকে সৌদি বাদশাহ কর্তৃক মেডেল প্রদানের মাধ্যমে রাজকীয় সৌদি বিমান বাহিনীর সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


(বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের মিলিটারী  Brigadier General Mohammed Turki M. Al-Garni বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরারকে সৌদি বাদশাহ প্রদত্ত ‘কিং আবদুল আজিজ কলার অব মেরিট এক্সিলেন্ট ক্লাশ’ মেডেল হস্তান্তর করছেন -ছবি: আইএসপিআর)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status