এক্সক্লুসিভ

কিশোরীকে গণধর্ষণের পর গ্রামছাড়ার হুমকি

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

২২ মে ২০১৮, মঙ্গলবার, ৯:১১ পূর্বাহ্ন

সাভারে কিশোরীকে বাসা থেকে ডেকে বন্ধুদের নিয়ে গণধর্ষণ করেছে রাজু নামে এক বখাটে। বিষয়টি ওই কিশোরী পরিবারের সদস্যদের জানালে পুলিশের সহযোগিতা নেয়ার চেষ্টা করে ভুক্তভোগী পরিবারটি। ধর্ষণকারী ও তাদের অভিভাবকসহ এলাকার প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য ভুক্তভোগী ওই পরিবারটিকে ঘরের ভেতর আটকে রাখে এবং বিষয়টি কাউকে জানালে গ্রাম ছাড়া করার হুমকি দেয়। রোববার রাতে সাভারের হেমায়েতপুর যাদুরচর গ্রামের মতি মিয়ার বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটেছে। বিষয়টি জানতে পেরে সাভার মডেল থানা পুলিশ ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, হেমায়েতপুর যাদুরচর এলাকার মতি মিয়ার বাড়িতে নিজের পরিবার নিয়ে ভাড়া থাকতেন গ্রিল মিস্ত্রি। রোববার রাতে তারাবির নামাজের সময় বাড়িওয়ালার বখাটে ছেলে রাজু ওই মিস্ত্রির মেয়েকে বাসার পাশে ডেকে নিয়ে যায়। এসময় তার আরও দুই বন্ধুসহ তিনজন মিলে মেয়েটিকে ধর্ষণ করে। রাতেই ভুক্তভোগী ওই কিশোরী বিষয়টি তার পরিবারকে জানালে বাবা দ্রুত পুলিশকে জানানোর চেষ্টা করে। তবে এ ঘটনায় স্থানীয় প্রভাবশালীরা তাদেরকে ঘরের ভেতর আটকে রেখে ভয়ভীতি দেখায়। এছাড়া ধর্ষণকারীদের অভিভাবকসহ স্থানীয়রা মিলে ভুক্তভোগীদের ওই রাতেই গ্রাম ছাড়া করার পরিকল্পনা করে। বাধ্য হয়ে গ্রিল মিস্ত্রি ‘৯৯৯’ নম্বরে জাতীয় জরুরি সেবায় 
ফোন করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এরপর কিশোরীটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হলেও বখাটে রাজু ও তার সহযোগীরা ততক্ষণে গাঢাকা দেয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির বলেন, নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের পাশাপাশি ধর্ষণকারীদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status