বাংলারজমিন

সোনারগাঁয়ে ড্রেন নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

২২ মে ২০১৮, মঙ্গলবার, ৮:৪০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় ড্রেন নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে কয়েক হাজার নারী-পুরুষ, শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার সকালে পৌরসভার তাজপুর-গোয়ালদী বাইপাস সড়কে এ কর্মসূচি পালন করা হয়। ব্যস্ততম এ সড়কের সংস্কার করাসহ দ্রুত ড্রেনেজ ব্যবস্থা না করা হলে গ্রামবাসী অব্যাহত ভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। জানা গেছে, পৌরসভার ব্যস্ততম সড়ক তাজপুর-গোয়ালদী বাইপাস সড়কটি। এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচলসহ তাজপুর, গোয়ালদী, ইছাপাড়া, টিপরদী, বসুরবাগসহ আশপাশের গ্রামের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ নানা পেশাজীবীর লোকজন যাতায়াত করে। এমনকি সোনারগাঁয়ের দর্শনীয় স্থান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, প্রাচীন জনপদ পানাম নগরীতে ভেড়াতে আসা পর্যটকরা যানজট এড়াতে এ সড়ক ব্যবহার করে থাকে। অথচ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এ সড়কের বিভিন্ন অংশে ইটের সলিং সরে গিয়ে ছোট বড় খানা খন্দের সৃষ্টি হয়েছে। ফলে এ সড়কে চলাচলকারী পরিবহন যাত্রীদের প্রায় সময়ই দুর্ঘটনার শিকার হওয়ার খবর পাওয়া যায়। এমনকি সামান্য বৃষ্টিতে সড়কে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চর আকার ধারণ করে। এদিকে গতকাল সোমবার সকালে সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের দাবিতে কয়েক হাজার নারী-পুরুষ ও ছোট ছোট শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় বিক্ষুব্ধরা সড়কের সংস্কার করাসহ দ্রুত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানান। অন্যথায় তারা অব্যাহত ভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status