বাংলারজমিন

বদরগঞ্জে টিন চুরির অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

বদরগঞ্জ (রংপুর) থেকে সংবাদদাতা

২২ মে ২০১৮, মঙ্গলবার, ৮:৪০ পূর্বাহ্ন

রংপুরের বদরগঞ্জে পরিত্যক্ত টিন চুরির অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় জনতা। পরে পুলিশ পাঁচ ঘণ্টা পর ওই শিক্ষককে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ রিপোর্ট লেখার সময় দুপুর ৩টা পর্যন্ত তিনিসহ টিন বহনকারী ভ্যানচালক থানা হেফাজতে ছিলেন। পুলিশ জানিয়েছে- টিন চুরির ঘটনায় নয়, স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে এঘটনা ঘটানো হয়েছে।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রমজানে বন্ধ থাকার পরও ওইদিন সকাল ৬টায় প্রধান শিক্ষক ইশরাত জাহান জয়া স্কুলে যান। এরপর স্কুল ঘরে থাকা পরিত্যক্ত টিন একটি ভ্যানে তুলে দেন। লোকজনের ধারণা- ওই টিনগুলো আত্মসাতের উদ্দেশ্যেই প্রধান শিক্ষক ভ্যানে তুলে দিচ্ছেন। একারণে টিনসহ ভ্যান চালককে আটকের পাশাপাশি প্রধান শিক্ষককে লোকজন আটক করে। এরই একপর্যায়ে ওই এলাকার ছাদেকুল ও শাহাদতের নেতৃত্বে উত্তেজিত লোকজন প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে। পরে ওই প্রধান শিক্ষক প্রাণভয়ে নিজ অফিসকক্ষে আশ্রয় নিলেও উত্তেজিত লোকজন তাকে সেখানেই অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও লোকজনকে শান্ত করতে পারেনি। একারণে সেখানে পুলিশের সংখ্যা বাড়ানো হয় এবং লোকজনের উত্তেজনার অবসান হয়। এরপর দীর্ঘ পাঁচ ঘণ্টা পর সকাল ১১টায় পুলিশ প্রধান শিক্ষক ইশরাত জাহান জয়াসহ ভ্যানচালককে মুক্ত করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক ইশরাত জাহান জয়া বলেন, আত্মসাতের উদ্দেশ্যে নয়; ওই টিনগুলো এক রুম থেকে আরেক রুমে সরানো হচ্ছিল। কিন্তু স্কুল বন্ধের দিনে এবং খুব সকালে ওই টিনগুলো সরানোর কারণ সম্পর্কে বিশ্বাসযোগ্য উত্তর তিনি দিতে পারেননি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status