অনলাইন

রাজীবের পরিবারকে ক্ষতিপূরণে বাস কর্তৃপক্ষের করা লিভ টু আপিলের আদেশ কাল

অনলাইন ডেস্ক

২১ মে ২০১৮, সোমবার, ১১:৫৭ পূর্বাহ্ন

রাজধানীর কারওয়ান বাজারে বিআরটিসি ও স্বজন পরিবহনের বাসের চাপে হাত হারিয়ে নিহত রাজীব হোসেনের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে বাস কর্তৃপক্ষের করা লিভ টু আপিলের আদেশের দিন আগামীকাল মঙ্গলবার ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ শুনানি গ্রহণের পর আজ সোমবার আদেশের এ দিন ধার্য করেছেন।
আদালতে শুনানিকালে প্রধান বিচারপতি বলেন, কারো উপর অবিচার হোক, সেটা আমরা চাই না। হাইকোর্টের আদেশ কিছুটা সংশোধন করা হবে।
এসময় আদালতে আগামীকাল মঙ্গলবার এ লিভ টু আপিলের আদেশের দিন ধার্য করা হয়। সেসময় আদালতে উপস্থিত ছিলেন রিট আবেদনকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, বিআরটিসি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বি এম বায়েজিদ ও মুনীরুজ্জামান এবং স্বজন পরিবহনের পক্ষ থেকে আইনজীবী আবদুল মতিন খসরু ও পঙ্কজ কুন্ডু।
প্রসঙ্গত, দুই বাসের রেষারেষিতে রাজীবের হাত হারানোর খবর গণমাধ্যমে প্রকাশিত হলে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল রাজীবকে ক্ষতিপূরণ বাবদ এক কোটি টাকা দেয়ার জন্য আদালতে রিট করেন। গত ৮ই মে হাইকোর্টের একটি বেঞ্চ রাজীবের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন দুই  বাস কর্তৃপক্ষকে। এর প্রেক্ষিতে বাস কর্তৃপক্ষ আদালতে লিভ টু আপল করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status