বাংলারজমিন

টু ক রো খ ব র

২১ মে ২০১৮, সোমবার, ৯:৩৩ পূর্বাহ্ন

এনইউ’র ডিগ্রি পরীক্ষার সময় পরিবর্তন
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শুধুমাত্র আগামী ২৬শে মে শনিবার অনুষ্ঠিতব্য ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা অনিবার্য কারণে সকাল ৯টার পরিবর্তে দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে। উল্লেখ্য, এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। এছাড়া ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা পূর্ববর্তী শিক্ষাবর্ষে বর্তমানে অধ্যয়নরত অথবা যারা ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ বা তৎপূর্বে মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছে, সে সব শিক্ষার্থীর দ্বৈত ভর্তির কারণে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) প্রোগ্রামে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হয়নি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বৈত ভর্তিকৃত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় এনে তাদের পূর্বের ভর্তি বাতিলপূর্বক (নির্ধারিত জরিমানা ও ভর্তি বাতিল ফি প্রদান করে) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) প্রোগ্রামের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ) থেকে জানা যাবে। অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৬-২০১৭, ২০১৫-২০১৬ ও ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শুধু চৎড়সড়ঃবফ পরীক্ষার্থীগণ ঋ গ্রেড প্রাপ্ত কোর্স পরীক্ষার ফরম পূরণ ২০মে থেকে শুরু হয়ে ঙহষরহব-এ চলবে ২৭শে জুন তারিখ পর্যন্ত্ত। এ ফরম পূরণসহ অন্যান্য বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ) থেকে জানা যাবে।

সেনবাগে বিএনপির উদ্যোগে ইফতার
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে স্থানীয় সেবারহাট কমিউনিটি সেন্টারে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক ও সেনবাগ উপজেলা বিএনপির সভাপতি তামান্না ফারুক থীমা। মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হক সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ পৌর বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লিটন।

খুলনায় চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা কারাগারে
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে: চাঁদাবাজির অপরাধে খুলনার ডুমুরিয়া উপজেলা যুবলীগ নেতা জাকির হোসেন মিল্টনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে চুকনগর নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। সে চুকনগর সদরের মৃত আব্দুস সামাদ মোল্যার ছেলে এবং ডুমুরিয়া উপজেলা যুবলীগের সদস্য।
হবিগঞ্জ পৌরসভার ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে: সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল হবিগঞ্জ পৌরসভা মিলনায়তনে ইফতার মাহফিলে হবিগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে পৌর মেয়র জিকে গউছ বলেন, সাংবাদিকসহ সর্বমহলের সহযোগিতায় হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এরপরও অনেক সমস্যা রয়েছে। তিনি সমস্যা সমাধান ও পৌরসভার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।

ছাতকে রোগীদের আর্থিক অনুদান
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক-দোয়ারায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় এককালীন অনুদানের চেক প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে ছাতকের বুড়াইগাঁও এলাকায় বিশিষ্ট শিক্ষানুরাগী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী আইয়ূব করম আলী আনুষ্ঠানিকভাবে রোগীদের হাতে এ চেক হস্তান্তর করেন।

সিরাজগঞ্জে জেএমবি সদস্যের কারাদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি: বিস্ফোরক আইনে এক জেএমবি সদস্যকে সাড়ে ৪ বছরের কারাদণ্ড, ৪ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে সিরাজগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল (১) এর বিচারক ফাহমিদা কাদের আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আতাউল্লাহ বাহাদুর (৩০) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডারী আমতলা এলাকার আবু ইউসুফের ছেলে।

বিশ্বনাথে সাংবাদিকদের মানববন্ধন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: চাচাতো ভাইয়ের দায়েরকৃত মামলায় কারান্তরীণ সাংবাদিক আবদুস সালামের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলায় কর্মরত সাংবাদিকেরা। রোববার দুপুরে স্থানীয় বাসিয়া ব্রিজে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন সিনিয়র সাংবাদিক এএইচএম ফিরোজ আলী, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু, দৈনিক সমকাল, কাজিরবাজার ও চ্যানেল এসএ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের, দৈনিক যুগান্তর ও যুগভেরী প্রতিনিধি আশিক আলী, কেটিভি প্রতিনিধি রুহেল উদ্দিন, সাংবাদিক শহিদুর রহমান, দৈনিক আমাদের অর্থনীতি ও বিজয়ের কণ্ঠ প্রতিনিধি মশিউর রহমান, দৈনিক মানবজমিন ও শ্যামল সিলেট প্রতিনিধি আক্তার আহমদ শাহেদ।  

কাজিপুরে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে। রোববার সকাল ৯টায় স্থানীয় সংবাদের ভিত্তিতে কাজিপুর থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান, এসআই আসলাম, জুবাইদুল ইসলাম, মনিরুজ্জামান রকি, ফারুক হোসেনকে নিয়ে গান্ধাইল ইউনিয়নের মনসুর আলী সড়কের চরবেতগাড়ী পাকা রাস্তার পাশে ঘটনাস্থলে পৌঁছেন। সেখানে বৃষ্টিতে রাস্তা ভেঙে  তৈরি হওয়া গর্ত থেকে বস্তাবন্দি অবস্থায় ওই লাশ উদ্ধার করেন।

ফুলবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৪
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। গত শনিবার রাত সাড়ে ৭টার সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে এএসআই আনোয়ারুল হক ও এএসআই নাজমুল হক তাদের গ্রেপ্তার করে। সাজাপ্রাপ্ত ১ জন, ২ শত গ্রাম গাঁজাসহ ২ জন, বালারহাট বিজিবি ভারতীয় মোবাইল সিমসহ ১ জন, মোট চারজনকে আটক করে। মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হলেন  ফকিরপাড়া গ্রামের তৈয়ব আলী (৫৫), ঈশ্বরদী রূপপুর গ্রামের জালাল উদ্দিন (৩৮), একই জেলার আওতাপাড়া গ্রামের জিয়াউল হক (৩৪), নাওডাঙ্গা ইউনিয়নের খালিশা কোটাল গ্রামের রবিউল ইসলাম (২০)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status