বিনোদন

ভারত থেকে ‘আজীবন সম্মাননা’ পাচ্ছেন ববিতা

স্টাফ রিপোর্টার

২১ মে ২০১৮, সোমবার, ৮:৩৪ পূর্বাহ্ন

সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ চলচ্চিত্রে অভিনয় করেই দুই বাংলার দর্শকদের মন জয় করে নিয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৯৭৩ সালের ১৫ই আগস্ট মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রে অভিনয় করেই বাংলাদেশের নায়িকাদের মধ্যে তিনি এক অন্যরকম উচ্চতায় পৌঁছে যান। কারণ অস্কার বিজয়ী নির্মাতার চলচ্চিত্রে অভিনয় করা দারুণ সৌভাগ্যের ব্যাপার। সেই সময়ই ভারত থেকে বিএফজে, ভারত প্রসার সমিতিসহ আরো অন্যান্য পুরস্কার লাভ করেন ববিতা। ‘অশনি সংকেত’ মুক্তির ৪৫ বছর পর নন্দিত এ নায়িকাকে ভারত থেকে আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে। কলকাতার ‘টেলি-সিনে অ্যাওয়ার্ড-এর ১৭তম আসরে ববিতাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘টেলি-সিনে অ্যাওয়ার্ড’-এর  বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। বাংলাদেশ এবং ভারতের চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্যই ববিতাকে এই সম্মাননা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ‘টেলি-সিনে অ্যাওয়ার্ড’-এর জেনারেল সেক্রেটারি মৃন্ময় কাঞ্জিলাল। এদিকে এই সম্মাননা প্রসঙ্গে ববিতা বলেন, এই আজীবন সম্মাননা তো আসলে আন্তর্জাতিক এক বিরাট স্বীকৃতি। বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার প্রতি আমি কৃতজ্ঞ, তারা আমাকেই এবার নির্বাচিত করেছেন এই সম্মাননায় ভূষিত করার জন্য। ‘অশনি সংকেত’ আমাকে আন্তর্জাতিক অঙ্গনে বিরাট এক স্বীকৃতি এনে দিয়েছিল। এই সম্মাননাটি যেন আমার জীবনে ‘অশনি সংকেত’-এর ভূমিকা আরো পরিপূর্ণ করে তুলেছে। সবার কাছে দোয়া চাই আমি। ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান বলেন, বিগত দু’বছর আমি নাটক-চলচ্চিত্র প্রযোজনা থেকে দূরে ছিলাম। কিন্তু এই দুই অঙ্গনের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নাটক এবং চলচ্চিত্রের কল্যাণেই আবার এখানে ফিরে এলাম। নতুন কিছু পরিকল্পনা নিয়ে ফিরে এসেছি। টেলি-সিনের সঙ্গে যুক্ত হয়ে প্রাথমিক কাজ শুরু করলাম। আশা করছি ভবিষ্যতে ভালো কিছু করবো। আগামী ২রা জুন বিকাল ৫টায় কলকাতার নজরুল মঞ্চে ববিতার হাতে টেলি-সিনে অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা তুলে দেয়া হবে। এদিকে ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আজীবন সম্মাননা’ পেতে যাচ্ছেন ববিতা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status