বাংলারজমিন

প্রতিবন্ধিতা জয় করলেন আমিনুল

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

২১ মে ২০১৮, সোমবার, ৮:৩৪ পূর্বাহ্ন

আমিনুল ইসলাম (৪০) জন্ম থেকে প্রতিবন্ধী। দু’পায়ের হাঁটুর নিচের অংশে কোনো শক্তি নেই। হাঁটু দিয়ে চলাফেরা করতে হয়। প্রতিবেশী এক লোকের সহায়তায় দেয়া হুইল চেয়ারই তার চলার নিত্য সঙ্গী। অন্যের দয়ার উপর নির্ভর না করে আমিনুল ইসলাম ছোট একটি টং দোকান পরিচালনা করে এখন স্বাবলম্বী। স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে নিয়ে সুখের সংসার করছেন। আমিনুল ইসলাম কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা ইউনিয়নের নারুয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি ফতেহপুর দৈনিক বাজারে ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় ছোট টং দোকানে পান, সিগারেট, বিদ্যালয়ের ছেলেমেয়েদের চানাচুর, বিস্কুট, চকলেট, চিপস, বুট, আচারসহ হরেক রকমের মালামালের পসরা সাজিয়েছেন। বিশেষ করে বিদ্যালয়ের ছেলেমেয়েরাই তার প্রধান ক্রেতা। সম্প্রতি তার দোকানে বসে এ প্রতিবেদকের কথা হয়। আমিনুল ইসলাম জন্ম থেকে প্রতিবন্ধী। গত প্রায় ১৫ বছর পূর্বে তার বাবা মৃত নুরুল ইসলাম মাত্র দুই হাজার টাকা পুঁজি দিয়ে তাকে ফতেহপুর দৈনিক বাজারে ব্যবসায় বসিয়ে দেন। এখন দোকানের পুঁজি প্রায় সাত হাজার টাকা। প্রতিদিন বিক্রি হয় প্রায় বারশ টাকা। এতে আয় হয় প্রায় তিনশ টাকা। মাসে আয় হয় প্রায় নয় হাজার টাকা। এছাড়া এলাকাবাসী তার সহযোগিতায় এগিয়ে এসেছেন। প্রতি ঈদে ফিতরা, খালের টাকা, কাপড়-চোপড়, সরকারিভাবে প্রতিবন্ধী ভাতায় তার সংসার দিব্যি ভালোভাবে কেটে যাচ্ছে। আমিনুল ইসলাম জানান, প্রতিবন্ধী হয়ে অন্যের সাহায্যের দিকে না থাকিয়ে ব্যবসা করে পরিবার নিয়ে সুখে দিন কাটছে। এতে আত্মমর্যাদা নিয়ে বেঁচে আছি এবং নিজের মধ্যে আত্মতৃপ্তি অনুভব করি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status