দেশ বিদেশ

মাদকের বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতিতে- স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার

২০ মে ২০১৮, রবিবার, ৯:১৯ পূর্বাহ্ন

মাদকের বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল পূজা উদযাপন পরিষদের সম্মেলনের সমাপনী অনুষ্ঠান শেষে একথা জানান তিনি। র?্যাবের মাদক-বিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ বেশ কয়েকজন মারা যাওয়ার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েকজন মারা যাওয়ায় আমরা আসল অপরাধীদের বিষয়ে জানতে পারলাম না। র?্যাবের এই ধরনের অভিযানকে কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন ঘটনায় একজন ম্যাজিস্ট্রেট তদন্ত করে থাকেন। এগুলোর বিষয়ে তদন্ত অব্যাহত আছে। বিনা বিচারে কিছু ঘটে থাকলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতেই ঐসব অভিযান পরিচালিত হচ্ছে। আসাদুজ্জামান খান কামাল বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমি একটা কথাই বলতে পারি, দেশে কোনো অশুভ শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবো না। নির্বাচনের আগের অশুভ শক্তির মাথাচাড়া রোধ করা হবে। সংখ্যালঘু সমপ্রদায়সহ সবাই যাতে নির্বিঘ্নে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে রকম পরিবেশ সৃষ্টি করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অসামপ্রদায়িক বাংলাদেশের চেতনায় বিশ্বাসী প্রধানমন্ত্রীও আমাদের সেই রকম দিকনির্দেশনা দিয়েছেন। রোহিঙ্গা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে রোহিঙ্গারা আমাদের কাছে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজকে বিদেশিদের একই প্রশ্ন কীভাবে আমরা রেহিঙ্গাদের ইস্যুটি মোকাবিলা করছি। এর সহজ উত্তরে তখন বলি বাংলাদেশের মানুষ খুব ভালো, তারা বিপদ আপদে সব সময় মানুষের পাশে দাঁড়ায়। ষোল কোটি মানুষকে যদি খাওয়াতে পারি, তাদেরও খাওয়াতে পারবো। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status