অনলাইন

‘আওয়ামী লীগের আমলে বিচারবিভাগ সম্পূর্ণ স্বাধীন’

অনলাইন ডেস্ক

১৮ মে ২০১৮, শুক্রবার, ৪:০৪ পূর্বাহ্ন

আওয়ামী লীগ সরকারের আমলে বিচারবিভাগ সম্পূর্ণ স্বাধীন। আদালতে সরকারের হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিকী সম্মেলেন ২০১৮ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় ওবায়দুল কাদের আরো বলেন, খালেদা জিয়াকে নির্বাচন থেকে সরিয়ে রাখার উদ্দেশ্যে মুক্তি দেয়া হচ্ছে না এ অভিযোগ অমূলক। এ সরকারের আমলে বিচারবিভাগ সম্পূর্ণ স্বাধীন। আদালতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলেও উল্লেখ করেন তিনি। খালেদা জিয়ার বিরুদ্ধে কতগুলো মামলা আর কয়টা মামলায় জামিন পেয়েছেন সে স¤পর্কে বিএনপি নেতাদের জানার আহ্বানও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন করা বিএনপির রাজনৈতিক পলিসি উল্লেখ করে মন্ত্রী বলেন, নির্বাচন আসলে মাইনরিটিদের জন্য বিএনপি মায়াকান্না করে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন মাইনরিটিদের উপর নির্যাতন-নিপীড়ন ছিল তাদের কেন্দ্রীয় সরকারের পলিসি। ভুলত্রুটি আওয়ামী লীগেরও আছে। আমাদের সরকারের সময় মাইনরিটিদের ওপর দুই-একটি বিশৃঙ্খল ঘটনা ঘটেছে। তবে সেটা দুর্বৃত্তরা ঘটিয়েছে। আওয়ামী লীগের থেকে মাইনরিটিদের আর কোনো ভালো বন্ধু নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংখ্যালঘুদের সবচেয়ে বড় বন্ধু। তিনি আপনাদের যোগ্যতার অবমূল্যায়ন করেনি। যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়াসহ দলের বিভিন্ন কমিটিতে আপনাদের রেখেছেন।
এ ছাড়া এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি জয়ন্ত সেন দীপু, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, মৎস ও প্রাণী সম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status