দেশ বিদেশ

সহজে লেনদেন করতে চালু হলো বিকাশ অ্যাপ

অর্থনৈতিক রিপোর্টার:

১৭ মে ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪২ পূর্বাহ্ন

মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহকদের লেনদেন আরো বেশি সহজ, দ্রুত ও নিরাপদ করতে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ চালু করেছে বিকাশ অ্যাপ। গতকাল রাজধানীর একটি হোটেলে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদের। এ সময় বিকাশের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) নওবত আলীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কামাল কাদের বলেন, ব্যবহারকারীদের আরো সহজ, দ্রুত ও নিরাপদ সেবা দিতেই যুক্ত হয়েছে নানা সৃজনশীল ফিচার সমৃদ্ধ বিকাশ অ্যাপ। তিনি বলেন, শিক্ষিত গ্রাহকদের জন্য বিকাশে লেনদেন করা সহজ। কিন্তু যারা সাধারণত কম বা অশিক্ষিত তাদের জন্য কিছুটা জটিল। এ ধরনের গ্রাহকদের সুবিধার্থে নতুন অ্যাপ তৈরি করা হলো। কামাল কাদের বলেন, এই অ্যাপে লেনদেনের প্রক্রিয়া সম্পন্ন করার পদ্ধতিকে ইংরেজির পাশাপাশি বাংলা ভার্সনে করে দেয়া হয়েছে। যুক্ত করা হয়েছে বিভিন্ন ধাপ অতিক্রম করার জন্য ছবি ও ভয়েস নির্দেশনা। এর ফলে একজন অশিক্ষিত গ্রাহকও খুব সহজে বিকাশে লেনদেন করতে পারবেন। এ ছাড়া নিরপত্তার জন্য রয়েছে গোপন পিন নম্বর। ফলে টাকা থাকবে সুরক্ষিত। বিকাশের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকিং সেবার বাইরে থাকা সাধারণ মানুষের আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা বিকাশ তাদের অ্যাপটি গত ২৫শে এপ্রিল গুগল প্লে স্টোরে দেয়ার পর এ পর্যন্ত ১৪ লাখ গ্রাহক তা ডাউনলোড করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status