বাংলারজমিন

মৌলভীবাজার পৌর মেয়রের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১৭ মে ২০১৮, বৃহস্পতিবার, ৮:৪৭ পূর্বাহ্ন

আগামী জুন মাসে মৌলভীবাজার পৌরসভার বাজেট কি হবে সে বিষয়ে পরামর্শ চেয়ে মৌলভীবাজার প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মৌলভীবাজার পৌর মেয়র মো. ফজলুর রহমান।
১৬ই মে বুধবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মৌলভীবাজার প্রেস ক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, মাছরাঙা প্রতিনিধি ফেরদৌস আহমেদ, সময় টিভি প্রতিনিধি শাহ অলিদুর রহমান, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, এটিএন বাংলা প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ, বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল, মৌলভীবাজার টুয়েন্টিফোর সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, এমদাদুল হক, আশরাফ আলী, ওমর ফারুক নাঈম, এএস কাঁকন প্রমুখ।
এসময় বক্তারা কোদালী ছড়া খনন করে মৌলভীবাজার শহরের ৪০ বছরের জলাবদ্ধতা দূরীকরণ, শহরের পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন মহল্লায় জলাবদ্ধতা নিরসনে মেয়রকে ধন্যবাদ জানান সাংবাদিকরা। এছাড়া বেরী লেইক, শহরের যানজট, পাবলিক লাইব্রের, মেয়র চত্বর উন্মুক্ত করা, সুইমিং পুল, প্রেস ক্লাবের সম্মুখ সহ শহরের বিভিন্ন পয়েন্টের শোভাবর্ধন, পর্যটকদের উৎসাহিত করতে বর্ষিজোরা ইকোপার্ক শোভাবর্ধনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পানি সরবরাহ, বাইপাস সড়ক নির্মাণসহ বিভিন্ন বিষয়ে বাজেটে অর্থ বরাদ্দ রাখতে মেয়রকে পরামর্শ দেন সাংবাদিকরা। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন, সচিব মো. ইছহাক ভুঁইয়া, কাউন্সিলর জালাল আহমদ ও ফয়ছল আহমদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status