বিনোদন

কে হবেন চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপার স্টার-২০১৮

স্টাফ রিপোর্টার

৯ মে ২০১৮, বুধবার, ৮:৩৫ পূর্বাহ্ন

আকাশ ছোঁয়ার স্বপ্নের একেবারে শেষ প্রান্তে প্রতিযোগীরা, প্রতিটি পর্যায়ে নিজেকে প্রমাণ করছেন- অপেক্ষা করছেন স্বীকৃতির। কে হবেন চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপার স্টার-২০১৮? গ্র্যান্ড ফিনালে আয়োজনের প্রস্তুতি চলছে দেশসেরা পাঁচ প্রতিযোগী-সামিয়া অথৈ, মিম মানতাশা, সারওয়াত আজাদ বৃষ্টি, ইশরাত জাহিন এবং নাবিলা আফরোজকে নিয়ে। এদিকে পুরো দেশের মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছেন এ বছরের লাক্স সুপার স্টারকে স্বাগত জানাতে, কখন ঘোষিত হবে সেই কাঙ্ক্ষিত নাম। লাক্স সুপার স্টার-এর নবম আসরের জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালে সরাসরি সমপ্রচারিত হবে চ্যানেল আই-এর পর্দায়, আগামী ১১ই মে রাত ৭টা ৩০ মিনিটে। নিশ্চিতভাবেই সেদিন দেশজুড়ে মানুষের চোখ আটকে থাকবে চ্যানেল আই-এর পর্দায়! দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় প্রতিযোগিতা ‘লাক্স সুপার স্টার’ অনুষ্ঠিত হয় লাক্স ও চ্যানেল আই-এর যৌথ আয়োজনে। শুধু সুন্দর মুখ নয়, একটি মেয়ে আরো অনেক কিছু। তার প্রতিভা, আত্মবিশ্বাস, দৃঢ়তা, পরিশ্রম ও প্রত্যয় সবকিছু নিয়েই একটি মেয়ে। দেখা-অদেখা সবটা মিলেই সে হয়ে ওঠে অনন্য। চ্যানেল আই প্রেজেন্টস লাক্স
সুপার স্টার-এর নবম আসর এ বছরের ৩রা জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে- সারা দেশ থেকে অংশ নেয়া হাজারো প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে নেয়া হয় সেরা ৫। গত পাঁচ মাসে ফটোশ্যুট, অ্যাক্টিং, ড্যান্স, মডেলিংসহ বিভিন্ন টাস্কের মাধ্যমে প্রতিযোগীদের ভেতর থেকে বের করে আনা হয়েছে তাদের অদেখা প্রতিভাগুলোকে। লাক্স সুপার স্টারের এবারের গ্র্যান্ড ফিনালেতে থাকছে চমকপ্রদ সব আয়োজন। দেশের দর্শকদের জন্য এই আয়োজনগুলো একেবারেই নতুন- যা আগে দেখেনি কেউ কখনো। এই প্রথম একই মঞ্চে একই সঙ্গে পারফর্ম করবেন সাবেক তিন লাক্স সুপার স্টার মিম, মেহ্‌জাবীন ও মম। চমক হিসেবে আরো থাকছে এই সিজনের তিন বিচারক সাদিয়া ইসলাম মৌ, তাহসান খান ও আরিফিন শুভর পারফরমেন্স। একই সঙ্গে একই মঞ্চে তাদেরও এটি প্রথম পরিবেশনা। দুর্দান্ত এই দু’টি পারফরমেন্সের সঙ্গে থাকছে লাক্স সুপার স্টারের আগের সিজনগুলোর সেরা তারকাদের পরিবেশনাও। তাদের সবাই এখন ব্যস্ত রিহার্সেলে। কে হবে নতুন লাক্স সুপার স্টার তা জানতে যেমন দর্শকরা অপেক্ষা করছেন অধীর হয়ে, তেমনই আলোড়ন তৈরি হয়েছে তারকাবহুল এই পারফরমেন্সগুলো নিয়েও।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status