বিনোদন

সম্মাননা পেলেন মুক্তিযোদ্ধা চলচ্চিত্র পরিচালকরা

স্টাফ রিপোর্টার

১ মে ২০১৮, মঙ্গলবার, ৮:১১ পূর্বাহ্ন

রোববার বিকাল ৫টায় বিএফডিসি’র জহির রায়হার কালার ল্যাবে একের পর এক উপস্থিত হন বীর মুক্তিযোদ্ধা চলচ্চিত্র পরিচালকরা। কারণ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে প্রথমবারের মতো ২১ জন বীর মুক্তিযোদ্ধা চলচ্চিত্র পরিচালককে বিশেষ সম্মাননা প্রদান করা হয় সেখানে। তারা হলেন সৈয়দ হাসান ইমাম, মাসুদ পারভেজ, আহসান উল্লাহ মনি, দেলোয়ার জাহান ঝন্টু, মতিন রহমান, আবু মুসা দেবু, আওলাদ হোসেন চাকলাদার, এম এ খালেক, অরূপ রতন চৌধুরী, সাহিদুর রহমান মুকুল, নূর মোহাম্মদ মনি, মনতাজুর রহমান আকবর, এসআর রেজা, মীর হুমায়ুন কবির, মো. কিতাব আলী ফিরোজ, দেওয়ান নজরুল, তমিজ উদ্দিন রিজভী, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, আবুল বাশার চুন্নু, খায়রুল বাসার এবং সাদেক সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা পরিচালকদের সম্মাননা ক্রেস্ট প্রদানের পাশাপাশি উত্তরীয় দেয়া হয়। এ সময় প্রধান অতিথির পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন ও বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা আলমগীর। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পরিচালক মোহাম্মদ হোসেন জেমী। এই আয়োজনের সহযোগিতায় ছিল শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status