বিশ্বজমিন

মার্কিন কংগ্রেসে ম্যাক্রোনের ভাষণ

পারমাণবিক চুক্তি অব্যাহত রাখার আহ্বান

মানবজমিন ডেস্ক

২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:৩৬ পূর্বাহ্ন

ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি অব্যাহত রাখার জন্য আবারো যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন। বুধবার মার্কিন কংগ্রেসে দেয়া এক ভাষণে তিনি যুক্তরাষ্ট্রকে জাতীয়তাবাদী ভাবধারা থেকে বের হয়ে আসার আহ্বান জানান। এ খবর দিয়েছে আল জাজিরা।

খবরে বলা হয়, বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এক যৌথ অধিবেশনে ভাষণ দেন ইমানুয়েল ম্যাক্রোন। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কংগ্রেসের সদস্যরা নিজেদের আসনে তিন মিনিট দাঁড়িয়ে থেকে ম্যাক্রোনকে স্বাগত জানান। পরে সেখানে বক্তব্য রাখেন ম্যাক্রোন। এতে যুক্তরাষ্ট্র আসলেই ইরানের সঙ্গে সম্পাদিত পারমাণবিক চুক্তিতে থাকবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি। পাশাপাশি মধ্যপ্রাচ্যে পূর্বের ভুলের পুনরাবৃত্তি না করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান। কংগ্রেস সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের প্রেসিডেন্ট কি সিদ্ধান্ত নেবেন তা আমি জানি না। কিন্তু আমার ধারণা, নিজের দেশের স্বার্থ রক্ষার জন্য তিনি এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেবেন। ২০১৫ সালে স্বাক্ষরিত ওই চুক্তিতে হয়তো সব বিষয়ের উল্লেখ নেই। কিন্তু আরো কার্যকর বিকল্প না পাওয়া পর্যন্ত ওই চুক্তি বাতিল করা উচিত হবে না। ফরাসি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের উদ্যোগেই আমরা এই চুক্তিতে স্বাক্ষর করেছি। যুক্তরাষ্ট্র ও ফ্রান্স উভয় দেশই এতে স্বাক্ষর করেছে। চাইলেই আমরা এই চুক্তি থেকে বের হয়ে যেতে পারি না। তিনি ঘোষণা দেন, কখনোই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি নেই। পাঁচ বা দশ বছর পরেও না। কখনোই না।     
ম্যাক্রোনের যুক্তরাষ্ট্র সফরের অন্যতম উদ্দেশ্য ছিল  পারমাণবিক চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা। শুরু থেকেই তিনি সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সম্প্রতি এক যৌথ সম্মেলনে ম্যাক্রোন ও ট্রাম্প বর্তমান চুক্তি বাদ দিয়ে নতুন কোনো চুক্তি স্বাক্ষর করার আগ্রহ প্রকাশ করেন। যাতে ইরানের ওপর আরো কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র কোনো চুক্তিতে থাকবে কিনা সে বিষয়টি একটি নির্দিষ্ট সময় পর পর প্রেসিডেন্টকে নিশ্চিত করতে হয়। তাকে চুক্তি অব্যাহত রাখার অনুমোদনপত্রে স্বাক্ষর করতে হয়। এর আগে গত বছরে নানা নাটকীয়তার পর চুক্তি অব্যাহত রাখার অনুমোদনপত্রে স্বাক্ষর করেছিলেন ট্রাম্প। আগামী ১২ই মে প্রেসিডেন্ট ট্রাম্পকে চুক্তি অব্যাহত রাখার বিষয়টি আবারো অনুমোদন করতে হবে। এবারো ট্রাম্পের স্বাক্ষর করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, নির্ধারিত তারিখেরও আগেই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিতে পারেন তিনি।

মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান ইরানের : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেন, ইরান কারো হুমকি সহ্য করবে না। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্য উগ্রবাদী শক্তিগুলোর আগ্রাসী পদক্ষেপ ইরান সফলভাবে মোকাবিলা করেছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। বিশ্বের সব মুসলিম দেশের উচিত যুক্তরাষ্ট্র ও অন্য শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া। মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের অবজ্ঞাসূচক মন্তব্যের সমালোচনা করেন খামেনি। ট্রাম্প বলেন, মার্কিন নিরাপত্তা সহায়তা ব্যতীত মধ্যপ্রাচ্যের দেশগুলো এক সপ্তাহও টিকে থাকতে পারবে না। এর পাল্টা জবাবে খামেনি বলেন, ট্রাম্পের এই বক্তব্য মুসলিমদের জন্য অপমানজনক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status