বিশ্বজমিন

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন

আদালতের নির্দেশ সত্ত্বেও তফসিল ঘোষনা করতে পারেনি কমিশন

কলকাতা প্রতিনিধি

২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৭:২৩ পূর্বাহ্ন

আদালতের নির্দেশ সত্ত্বেও পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশন মঙ্গলবারও পঞ্চায়েত নির্বাচনের নতুন তফসিল ঘোষনা করতে পারেনি। বুধবার এই নতুন তফসিল ঘোষনা করা হতে পারে বলে নির্বাচন কমিশন সুত্রে বলা হয়েছে। এদিন অবশ্য নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশন দু দফায় আলোচনা করেও মতৈক্যে পৌঁছাতে পারেনি। এদিন অবশ্য নির্বাচন কমিশনকে স্বস্তি দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, আদালত নির্বাচন প্রক্রিয়ায় আর হস্তক্ষেপ করবে না। বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চই নির্বাচন প্রক্রিয়া এর আগে স্থগিত করে দিযেছিল। এর পরে একদিনের জন্য মনোনয়নের সময়সীমা বাড়ানোরও নির্দেশ দিয়েছিল। সোমবার ছিল সেই অতিরিক্ত দিনটি। আদালতে নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে, সোমবার জেলা পরিষদে ২৬৭টি, পঞ্চায়েত সমিতিতে ১৩৩৭টি এবং গ্রাম পঞ্চায়েত আসনে ৪০৯৭টি মনোনয়ন জমা পড়েছে। তবে এদিনও ব্যাপক সন্ত্রাসে বিরোধীরা মনোনয়নপত্র জমা দিতে পারেনি বলে অভিযোগ করে ভারতীয জনতা পার্টি এবং কংগ্রেস আদালতে গিয়েছিল। পঞ্চায়েত নির্বাচনে অশান্তি হবে এই অভিযোগে ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আদালতের নজরদারিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন করারও দাবি জানিয়েছিল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি। তবে বিচারপতি সুব্রত তালুকদার মনোনয়নের সময়সীমা আর বাড়াতে রাজি হন নি। তিনি দুটি মামলাই খারিজ করে দিয়েছেন। তবে সিপিআইএমের হয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের জন্য আদালতে অনুরোধ জানিয়েছিলেন। এদিকে দক্ষিন ২৪ পরগণার পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারী ভাঙড় জমি জীবিকা ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটির ১১ জন নির্দল প্রার্থীকে পূর্ণ নিরাপত্তায় মনোনয়ন পেশ তরতে দেবার জন্য গত সোমবার আদালত নির্দেশ দিলেও নির্দল প্রার্থীরা মনোনয়ন জমা দিতে শাসক দলের দুষ্কৃতিদের বাধা পেয়ে ৯জন নির্দল প্রার্থী বিডিওকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মনোনয়ন জমা দিয়েছিলেন। কমিশন সেই মনোনয়ন গ্রহন করতে অস্বীকার করলে ৯ নির্দল প্রার্থী ফের মঙ্গলবার আদালতের দ্বারস্থ হযেছিরেন্ সেই মামলায় বিচারপতি সুব্রত তালুকদার কমিশনকে হোয়াটসঅ্যাপে দেওয়া মনোনয়ন জমাকে মান্যতা দিতে বলেছেন। অর্থাৎ সেই মনোনয়ন রাজ্য নির্বাচন কমিশনকে গ্রহণ করতে হবে। এমনকী এই নির্দেশ যদি না মানা হয় তাহলে ভোট প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হবে বলে কমিশনকে জানিয়ে দিয়েছে আদালত। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে মনোনয়ন জমা নিতে বলে আদালত বিরোধীদের অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার দাবিকেই মান্যতা দিয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status