বিনোদন

বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেল ‘চালবাজ’

স্টাফ রিপোর্টার

২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ১:৫৬ পূর্বাহ্ন

ভারতের পর এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাকিব ও শুভশ্রীর নতুন ছবি ‘চালবাজ’। সোমবার বিকেলে ছবিটি বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন সেন্সরবোর্ডের সদস্য নাসির উদ্দিন দিলু। তিনি বলেন, ছবিটি ভালো লেগেছে। এটি দেখার পর বোর্ডের সবার সিদ্ধান্তে বিনাকর্তনে ছাড়পত্র দেয়া হয়। এদিকে দুদিন আগে লন্ডন থেকে ঢাকায় ফিরেছেন শাকিব খান। তিনি সেন্সর ছাড়পত্রের খবর জানার পর বলেন, ছবিটি পহেলা বৈশাখে মুক্তি পেলে আরও ভালো হতো। অনেক সুন্দর গল্পের ছবি এটি। ছবির কাহিনীতে রোমান্স, কমেডি, অ্যাকশন সবই রয়েছে। আমার বিশ্বাস, দর্শক ছবিটি দেখলে পছন্দ করবে। ভারতের একশ’র বেশি প্রেক্ষাগৃহে এরইমধ্যে গত সপ্তাহে মুক্তি পেয়েছে ‘চালবাজ’। আর বাংলাদেশে ২৭শে এপ্রিল ছবিটি মুক্তি পাচ্ছে। ‘চালবাজ’ ছবিটি প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। পরিচালনা করেছেন কলকাতার পরিচালক জয়দ্বীপ মুখার্জী। আর ভারত থেকে ছবিটি বাংলাদেশের দর্শকদের জন্য আমদানি করেছে এন ইউ ট্রেডার্স। সাফটা চুক্তির ভিত্তিতে ‘চালবাজ’ বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে আর বাংলাদেশের ছবি ‘অজান্তে ভালোবাসা’ ভারতের  প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শাকিব খান-শুভশ্রী ছাড়াও ‘চালবাজ’ ছবিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, কাজী হায়াত, হাসান ইমাম, আশিষ বিদ্যার্থী প্রমুখ। উল্লেখ্য, এর আগে শাকিব খান ও শুভশ্রী অভিনীত ‘নবাব’ ছবিটি মুক্তি পেয়ে বেশ সাড়া ফেলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status