অনলাইন

রানা প্লাজা ধস

নিহত শ্রমিকদের স্মরণ

অনলাইন ডেস্ক

২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ১১:৪২ পূর্বাহ্ন

সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং রানা প্লাজার সামনে শহীদ বেদিতে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি দাবি করেন। নিহত ও আহত শ্রমিকদের স্মরণে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের এই দিনে রানা প্লাজা ধসে পড়ে। এ ঘটনায় নিহত হন ১ হাজার ১৩৬ জন। আহত হয়েছেন ২ হাজার ৪৩৮ জন শ্রমিক। পরের দিন সাভার থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ খান অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে রানা প্লাজার মালিক সোহেল রানাসহ ২১ জনকে আসামি করে একটি মামলা করেন। এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা হেলাল উদ্দিন ইমারত নির্মাণ আইনে ১৩ জনকে আসামি করে আরো একটি মামলা করেন। ২০১৪ সালের ১৩ই মার্চ আদালতের নির্দেশে নিহত ও আহতদের ক্ষতিপূরণ দিতে সোহেল রানার ব্যক্তিগত সব সম্পদ বাজেয়াপ্ত করে সরকার।

[এফএম]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status