প্রথম পাতা

প্লট পাচ্ছেন ৯৯ এমপি

দীন ইসলাম

২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ১০:০২ পূর্বাহ্ন

প্রতীকী ছবি

দশম সংসদের ৯৯ জন এমপি সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ পেতে যাচ্ছেন। এর মধ্যে ৯৫ জনকে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ও চার জনকে ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দ দেয়া হচ্ছে। সর্বশেষ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাধারণ সভায় ৯৯ জনকে প্লট বরাদ্দের বিষয়ে বিধি-বিধানের    আলোকে অনুমোদন দেয়া হয়েছে। প্লটপ্রাপ্ত এমপিদের মধ্যে ৯৩ জনকে তিন কাঠা এবং ৬ জনকে ১০ ও ৫ কাঠা আয়তনের প্লট বরাদ্দ দেয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৪ঠা এপ্রিল গণপূর্ত মন্ত্রণালয় এক চিঠিতে দুইজন প্রতিমন্ত্রী ও ৯৭ জন সংসদ সদস্যকে সরকারের সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ দিতে নির্দেশনা দেয়া হয়। এ নির্দেশনায় পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৯৫টি ও ঝিলমিল আবাসিক প্রকল্পে চারটি প্লট বরাদ্দ দিতে বলা হয়। এর ভিত্তিতে বিষয়টি রাজউকের বোর্ড সভায় উপস্থাপন করা হলে তাদেরকে বিভিন্ন আয়তনের প্লট বরাদ্দের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্লটপ্রাপ্তদের মধ্যে সংরক্ষিত নারী আসনের ৫০ জনের মধ্যে ৩৫ জন এমপি প্লট বরাদ্দ পেয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০ কাঠা আয়তনের প্লট বরাদ্দ পেয়েছেন দুই প্রতিমন্ত্রী। তারা হলেন- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এছাড়া ঝিলমিলে পাঁচ কাঠা আয়তনের প্লট বরাদ্দ পেয়েছেন, সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল ও হেপী বড়াল, যশোর-২ আসনের এমপি মো. মনিরুল ইসলাম এবং বরিশাল-৪ আসনের এমপি পংকজ নাথ দেব। ৯৩ জন এমপিকে পূর্বাচল নতুন শহর প্রকল্পে তিন কাঠা আয়তনের প্লট বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দপ্রাপ্ত এমপিরা হলেন- চট্টগ্রাম-৬ আসনের ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, সাবেক মন্ত্রী ও কুড়িগ্রাম-২ আসনের মো. তাজুল ইসলাম চৌধুরী, বগুড়া-৬ আসনের মো. নূরুল ইসলাম ওমর, সংরক্ষিত মহিলা আসন-৩৮ এর কামরুন নাহার চৌধুরী, রংপুর-২ আসনের আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, সংরক্ষিত মহিলা আসন-১৫ এর অ্যাডভোকেট মমতাজ বেগম, ফেনী-৩ আসনের রহিম উল্যাহ, চট্টগ্রাম-১৪ আসনের মো. নজরুল ইসলাম চৌধুরী, নীলফামারী-৪ আসনের মো. শওকত চৌধুরী, সিলেট-৫ আসনের সেলিম উদ্দিন, সংরক্ষিত মহিলা আসন-১২ এর রিফাত আমিন, চট্টগ্রাম-৩ আসনের মাহফুজুর রহমান মিতা, সংরক্ষিত মহিলা আসন-১৭ এর মনোয়ারা বেগম, কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার কমল, সংরক্ষিত মহিলা আসন-২০ এর দিলারা বেগম, সংরক্ষিত মহিলা আসন-৬ এর সেলিনা বেগম, সংরক্ষিত মহিলা আসন-১ এর মোসাঃ সেলিনা জাহান লিটা, লক্ষ্মীপুর-১ আসনের লায়ন এমএ আউয়াল, সংরক্ষিত মহিলা আসন-৪ এর উম্মে কুলসুম স্মৃতি, ভোলা-২ আসনের আলী আজম মুকুল, কুমিল্লা-৮ আসনের প্রফেসর মো. নুরুল ইসলাম মিলন, বগুড়া-৭ আসনের অ্যাডভোকেট মুহাম্মদ আলতাফ আলী, সংরক্ষিত মহিলা আসন-৪ এর রওশন আরা মান্নান, লক্ষ্মীপুর-২ আসনের মোহাম্মদ নোমান, সংরক্ষিত মহিলা আসন-২৬ এর রোকসানা ইয়াসমিন ছুটি, সংরক্ষিত মহিলা আসন-২৭ এর অ্যাডভোকেট নাভান আক্তার, সংরক্ষিত মহিলা আসন-৭ এর সেলিনা আখতার বানু, সংরক্ষিত মহিলা আসন-৩৬ এর রহিমা আখতার, সংরক্ষিত মহিলা আসন-১৮ এর মাহজাবিন খালেদ, মৌলভীবাজার-২ আসনের মো. আব্দুল মতিন, সাতক্ষীরা-৪ আসনের এসএম জগলুল হায়দার, সংরক্ষিত মহিলা আসন-১৪ এর লুৎফুন নেছা, ঝিনাইদহ-৩ আসনের মো. নবী নেওয়াজ, জামালপুর-৪ আসনের মো. মামুনুর রশিদ, সংরক্ষিত মহিলা আসন-৩৭ এর অ্যাডভোকেট হোসনে আরা বেগম, সংরক্ষিত মহিলা আসন-৩২ এর জাহান আরা বেগম সুরমা, সিলেট-২ আসনের ইয়াহইয়া চৌধুরী এহিয়া, সংরক্ষিত মহিলা আসন-৪১ এর কাজী রোজী, চট্টগ্রাম-৪ আসনের দিদারুল আলম (দিদার), ঢাকা-১৭ আসনের এসএম আবুল কালাম আজাদ, কক্সবাজার-২ আসনের আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত মহিলা আসন-৪৯ এর সাবিহা নাহার বেগম (সাবিহা মুসা), সংরক্ষিত মহিলা আসন-৩ এর অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, সংরক্ষিত মহিলা আসন-২৯ এর শামছুন নাহার বেগম, বগুড়া-৩ আসনের মো. নূরুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল-৪ আসনের মোহাম্মদ হাছান ইমাম খান, চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী, বগুড়া-২ আসনের শরিফুল ইসলাম জিন্নাহ, নীলফামারী-১ আসনের মো. আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত মহিলা আসন-২ এর সফুরা বেগম, নীলফামারী-৩ আসনের গোলাম মোস্তফা, নোয়াখালী-১ আসনের এইচ এম ইব্রাহিম, নড়াইল-২ আসনের শেখ হাফিজুর রহমান, সুনামগঞ্জ-৪ আসনের পীর ফজলুর রহমান, দিনাজপুর-৬ আসনের মো. শিবলি সাদিক, যশোর-৫ আসনের স্বপন ভট্টাচার্য্য, রাজশাহী-৩ আসনের মো. আয়েন উদ্দিন, গাইবান্ধা-৩ আসনের ডা. মো. ইউনুস আলী সরকার, সংরক্ষিত মহিলা আসন-৫ এর আখতার জাহান, কক্সবাজার-১ আসনের মোহাম্মদ ইলিয়াছ, কুমিল্লা-২ আসনের মো. আমির হোসেন, হবিগঞ্জ-১ আসনের মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী, সংরক্ষিত মহিলা আসন-১০ এর কামরুল লায়লা জলি, সংরক্ষিত মহিলা আসন-৩১ এর ওয়াসিকা আয়শা খান, সংরক্ষিত মহিলা আসন-৫০ এর খোরশেদ আরা হক, সংরক্ষিত মহিলা আসন-১৯ এর ফাতেমা জোহরা রানী, নোয়াখালী-৬ আসনের আয়শা ফেরদাউস, টাঙ্গাইল-৫ আসনের মো. ছানোয়ার হোসেন, রাজশাহী-২ আসনের ফজলে হোসেন বাদশা, সংরক্ষিত মহিলা আসন-৮ এর লায়লা আরজুমান বানু, ময়মনসিংহ-৩ আসনের বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, মৌলভীবাজার-৩ আসনের সৈয়দা সায়রা মহসীন, সিরাজগঞ্জ-২ আসনের ডা. মো. হাবিবে মিল্লাত, কুষ্টিয়া-৪ আসনের আব্দুর রউফ, সংরক্ষিত মহিলা আসন-৪৮ এর শাহানারা বেগম, সাতক্ষীরা-১ আসনের মুস্তাফা লুৎফুল্লাহ, মুন্সীগঞ্জ-৩ আসনের অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সংরক্ষিত মহিলা আসন-৪৬ এর মেরিনা রহমান, মেহেরপুর-১ আসনের ফরহাদ হোসেন, ঢাকা-২০ আসনের এমএ মালেক, মেহেরপুর-২ আসনের মো. মকবুল হোসেন, নরসিংদী-২ আসনের কামরুল আশরাফ খান, সংরক্ষিত মহিলা আসন-২১ এর ফাতেমা-তুজ-জোহরা, ঠাকুরগাঁও-৩ আসনের মো. ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা আসন-২৮ এর আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, বরিশাল-৩ আসনের অ্যাডভোকেট টিপু সুলতান, কুড়িগ্রাম-৪ আসনের মো. রুহুল আমিন, সংরক্ষিত মহিলা আসন-৪২ এর নুরজাহান বেগম, মুন্সীগঞ্জ-১ আসনের সুকুমার রঞ্জন ঘোষ, নোয়াখালী-৩ আসনের মো. মামুনুর রশীদ কিরণ, সংরক্ষিত মহিলা আসন-৩৯ এর হাজেরা খাতুন, খুলনা-২ আসনের মুহাম্মদ মিজানুর রহমান এবং নওগাঁ-৩ আসনের মো. ছলিম উদ্দীন তরফদার। রাজউক সূত্রে জানা গেছে, সহসাই বরাদ্দপ্রাপ্ত এসব এমপিদের বরাবরে প্রাথমিক বরাদ্দপত্র ইস্যু করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status