বাংলারজমিন

মশা নিধনে সিলেট কল্যাণ সংস্থার স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে:

২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৯:৫২ পূর্বাহ্ন

সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সিলেট সিটি করপোরেশনের মেয়র বরাবরে স্মারকলিপি গ্রহণ করেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. ধ্রুব পুরকায়স্থ। নগর ভবনে সোমবার সকাল ১১টায় স্মারকলিপি প্রদান করা হয়। সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয়ভাবে শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালীন সময়ে উপস্থিত ছিলেন সিলেট কল্যাণ সংস্থার উপদেষ্টা যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজী মো. রজব আলী দেওয়ান, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব হুমায়ূন রশিদ চৌধুরী, প্রচার সচিব ফখরুল আল হাদী, যুগ্ম প্রচার সচিব বিজিত চন্দ, প্রবাসী বিষয়ক সচিব মো. বদরুল ইসলাম, মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মুকিত, সদস্য সচিব মো. আশিক আহমদ, যুগ্ম সচিব মোহাম্মদ সাজ্জাদ খান, প্রচার সচিব মাহফুজ আল গালিব, জেলা কমিটির আহ্বায়ক মো. হাবিবুর রহমান, সিলেট নগরীর সচেতন নাগরিকদের মধ্যে থেকে ১নং ওয়ার্ডের রুমন আহমদ, ৪নং ওয়ার্ডের অ্যাডভোকেট ইকবাল হোসাইন, ৬নং ওয়ার্ডের মো. ইমন আহমেদ, মো. আলিম উদ্দিন, মো. রুহেল আহমদ, ৮নং ওয়ার্ডের ফটো সাংবাদিক শহিদুল ইসলাম সবুজ, ৯নং ওয়ার্ডের মো. আখলু মিয়া, ১০নং ওয়ার্ডের মো. শামছুল ইসলাম, ১৪নং ওয়ার্ডের কামরুল হাসান, মো. মুহিবুর রহমান, মো. সাদিকুর রহমান, সাকিল আহমদ, মো. আবু তাহের, ১৫নং ওয়ার্ডের আনহার চৌধুরী রাজু, ফয়জুর রহমান ফয়সাল, মাছুম আহমদ, ১৯নং ওয়ার্ডের আমীন তাহমীদ, ২৫নং ওয়ার্ডের মহসিন উদ্দিন, মো. মামুন রশীদ, আব্দুস সালাম। এদিকে আগামীকাল বুধবার বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার হতে সিলেট সিটি করপোরেশন পর্যন্ত মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মশারি টাঙ্গিয়ে প্রতীকী

শোভাযাত্রায় সিলেট নগরীর সর্বস্তরের সচেতন নাগরিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংস্থা দ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব হুমায়ূন রশিদ চৌধুরীর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status