বাংলারজমিন

পটুয়াখালীতে চাঁদা না পেয়ে ইজারাদারকে মারধর

পটুয়াখালী প্রতিনিধি

২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৯:৫২ পূর্বাহ্ন

দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে বগা হাট-বাজারের ইজারাদারকে মারধর করে ২৪,৩০০ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদকের কাছে লিখিত অভিযোগ করেছেন পটুয়াখালী জেলা শহরের পুরানবাজার নিবাসী মুক্তিযোদ্ধার সন্তান মেসার্স মুসকান ট্রেডার্সের স্বত্বাধিকারী  বাউফল উপজেলার বগা হাট বাজারের ইজারাদার পংকজ পাল। শহরের পুরানবাজার নিবাসী মুক্তিযোদ্ধা জানকী নাথ পালের ছেলে মেসার্স মুসকান ট্রেডার্সের স্বত্বাধিকারী পংকজ পাল হাট-বাজার নীতিমালা ৩, ৪নং অনুচ্ছেদ অনুযায়ী টেন্ডারের মাধ্যমে এক বছরের জন্য বাউফলের বগা-হাটবাজার ইজারা লাভ করে। গত ১৪ই এপ্রিল হাটবার দিন বগা হাট-বাজার ইজারা আদায়কারী সরকারি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে হাটবাজারের  কার্যক্রম শেষ করে  বিকালে পটুয়াখালীর উদ্দেশ্য আসার পথে বগা ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের সামনে ওঁৎ পেতে থাকা বগার প্রভাবশালী নেতার নির্দেশে তার চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনীর সদস্য হাসান হাওলাদার, মালেক সিকদার, ইব্রাহিম, রফিক, আমিনুল, সুলতান, আবুল ও রাসেল হাওলাদারসহ ২০/২৫ জন তার পথরোধ করে বলে, বগা হাট-বাজারের ইজারা আদায় করতে হলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় বগা বাজারের ইজারা আদায় করতে দিব না বলে সন্ত্রাসীরা ইজারাদার পংকজকে মারধর করে তার কাছে থাকা নগদ ২৪,৩০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ সময় প্রাণে বাঁচার জন্য চিৎকার করলে স্থানীয় লোকজন এসে পড়লে সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় বগা হাটের ইজারা আদায় করতে এলে খুন-জখমের ভয় দেখায়ে বীরদর্পে চলে যায়। এ ঘটনার প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাউফল উপজেলা ইউএনওসহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করেছেন বলেও ইজারাদার পংকজ পাল প্রেস ক্লাবে সাংবাদিকদের জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status