খেলা

গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৯:৩৮ পূর্বাহ্ন

এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপে গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ৩-০ সেটের জয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে সেমি-ফাইনালে উঠেছে আলি পোর আরোজির দল। প্রায় এক হাজার দর্শকের উপস্থিতিতে গতকাল মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের গ্যালারিতে ফেরে উৎসবের আমেজ। বাংলাদেশ-বাংলাদেশ স্লোগানে তারা মুখরিত করে রাখে গ্যালারি। হরসিত-আতিকুররাও সমর্থকদের হতাশ করেননি। শুরু থেকে দাপুটে খেলে প্রথম সেট জিতে নেন ২৫-১৫ পয়েন্টে।
দ্বিতীয় সেটেও মালদ্বীপকে ঘুরে দাঁড়ানোয় সুযোগ দেয়নি ২০১৬ সালে এই প্রতিযোগিতার সেরা হওয়া বাংলাদেশ। নিখুঁত ডজ, গতিময় চাপে ২৫-১৫ পয়েন্টে জিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। তৃতীয় সেটে কিছুটা গুছিয়ে উঠা মালদ্বীপ একপর্যায়ে ১০-৬ পয়েন্টে এগিয়ে যায়। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২৫-২২ ব্যবধানে জিতে যায় বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ সেটে হারিয়েছিল বাংলাদেশ। গ্রুপের রানার্সআপ হয়ে সেমি-ফাইনালে উঠা নেপালের কাছে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল মালদ্বীপ। টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা।
এদিকে দিনের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ সেটে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে তুর্কমেনিস্তান। গ্রুপ ‘বি’তে উজবেকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে নেপালকে পাচ্ছে। তবে, বাংলাদেশের বিপক্ষ দল এখনো চূড়ান্ত হয়নি। কিরগিস্তান আর তুর্কমেনিস্তানের মধ্য থেকে জয়ী দলকে পাচ্ছে বাংলাদেশ। আজ দুই দলের ম্যাচেই চূড়ান্ত হবে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status