খেলা

লর্ডস-এ খেলবেন সাকিব-তামিমও

স্পোর্টস ডেস্ক

২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৯:৩৬ পূর্বাহ্ন

লর্ডস মাঠে প্রদর্শনী ম্যাচে বিশ্ব একাদশের হয়ে খেলবেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। আগামী ৩১শে মে প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে  বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও আইসিসি বিশ্ব একাদশ। গতকাল নিজস্ব ওয়েবসাইটে  ওই ম্যাচে সাবিক-তামিমের খেলার কথা নিশ্চিত করেছে লর্ডস কর্তৃপক্ষ। গত বছর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় ক্যারিবীয় অঞ্চলের দুই ক্রিকেট স্টেডিয়াম। ক্ষতিগ্রস্ত দুই স্টেডিয়ামের মেরামতের জন্য এ প্রদর্শনী ম্যাচের আয়োজন করছে লর্ডস কর্তৃপক্ষ।  প্রদর্শনী  ম্যাচে বিশ্ব একাদশের হয়ে খেলবেন পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা ও আফগান লেগস্পিনার রশিদ খানও। বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন ইংল্যান্ড ওয়ানডে দলের অধিনায়ক এউইন মরগান। লর্ডসের ওয়েব বার্তায় তামিম ইকবাল বলেন, ক্রিকেট খেলা মানুষকে একতাবদ্ধ করে, সেতুবন্ধন গড়ে তোলে এবং প্রতিটি দল ও খেলোয়াড় একে অপরকে সহায়তা করে। এ ম্যাচ তারই প্রমাণ। আর আইসিসি বিশ্ব একাদশে ফের আমাকে বেছে নেয়ায় আমি খুবই খুশি। এর আগে বিশ্ব একাদশের হয়ে পাকিস্তান সফরে যান তামিম ইকবাল। সেখানে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয় আইসিসি বিশ্ব একাদশ। লর্ডস মাঠে সুখস্মৃতি রয়েছে তামিম ইকবালের। ২০১০’র সফরে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকান বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ম্যাচের প্রথম ইনিংসে রান আউট হওয়ার আগে তামিম করেন ৫৫ রান। আর দ্বিতীয় ইনিংসে তামিম করেন ১০০ বলে ১০৩  তামিম বলেন, লর্ডস মাঠে খেলাটা যেকোনো ক্রিকেটারের কাছে সম্মানের। সেখানে একবারই খেলার সুযোগ হয়েছে আমার। আর এবার বিশ্বসেরা ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছি আমি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status