খেলা

শিরোপা হাতে সিংহাসনে বহাল নাদাল

স্পোর্টস ডেস্ক

২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৯:৩৫ পূর্বাহ্ন

কাদামাটির (ক্লে) কোর্টে একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করলেন রাফায়েল নাদাল। এবারের মন্টে কার্লো মাস্টার্স আসরের শিরোপা জিতলেন ৩১ বছর বয়সী এ স্প্যানিয়ার্ড তারকা। এতে গর্বের একাধিক রেকর্ডে নাম উঠলো নাদালের। রোববার মোনাকোতে আসরের ফাইনালে দাপুটে নৈপুণ্যে জাপানি তারকা কেই নিশিকোরির বিপক্ষে ৬-৩ ও ৬-২ গেমে জয় কুড়ান রাফায়েল নাদাল। এতে এটিপি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেন দ্বিতীয় সর্বাধিক ১৬ গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী এ স্প্যানিয়ার্ড তারকা।  মোনাকোর ফাইনালে জয় না পেলে নাদালকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে যেতেন সুইস তারকা রজার ফেদেরার। মন্টে কার্লো মাস্টার্স আসরে এটি ‘ক্লে কোর্টের রাজা’ খ্যাত রাফায়েল নাদালের রেকর্ড ১১তম শিরোপা। আর এটিপি মাস্টার্স টেনিসে ৩১তম শিরোপা নিয়ে নাদাল ছাড়িয়ে গেলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচকে। এটিপি মাস্টার্স-১০০০ প্রতিযোগিতায় কেবল র‌্যাঙ্কিংয়ের ১০০০-ঊর্ধ্ব রেটিং পয়েন্টধারী তারকারা খেলার সুযোগ পেয়ে থাকেন। পুরুষ একক টেনিসের মর্যাদাকর এটিপি মাস্টার্স টুর্নামেন্টে জকোভিচের ঝুলিতে রয়েছে ৩০টি শিরোপা।
পুরুষ একক টেনিসে নাদালের এটি ৭৬তম শিরোপা। নাদাল ৭৫% শিরোপা জিতেছেন ইউরোপের কাদামাটির কোর্টে। গত মৌসুমে মন্টে কার্লোতে সাফল্য শেষে পুরুষ একক টেনিসের কোনো এক আসরে প্রথম খেলোয়াড় হিসেবে ১০ শিরোপার রেকর্ড গড়েন নাদাল। পরে নাদাল ক্যারিয়ারে দশম শিরোপার স্বাদ নেন বার্সেলোনা ওপেন ও গ্র্যান্ড স্লাম আসর ফরাসি ওপেনেও। মন্টে কার্লোতে টানা ৩৬ সেট জয়ের কৃতিত্ব দেখালেন নাদাল। আর ফাইনাল শেষে নাদাল বলেন, গত পাঁচ মাসে একাধিকবার ইনজুরিতে ভুগেছি আমি। আর ইনজুরি থেকে ফিরে এমন আসর জেতাটা সহজ নয়। চোটের কারণে সর্বশেষ মেক্সিকান ওপেন, ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স ও মিয়ামি ওপেন আসরের বাইরে ছিলেন নাদাল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status