খেলা

ফাইনালে চেলসিকে পেলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক

২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৯:৩৫ পূর্বাহ্ন

এফএ কাপের ফাইনালে চেলসিকে মোকাবিলা করবে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার আসরের দ্বিতীয় সেমিফাইনালে সাউদাম্পটনের বিপক্ষে ২-০ গোলে জয় কুড়ায় চেলসি। ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথমার্ধ থাকে গোলশূন্য। বিরতির পর প্রথম মিনিটেই দারুণ নৈপুণ্যে চেলসিকে লিড এনে দেন অলিভিয়ের জিরু। ডি-বক্সে সাউদাম্পটনের একাধিক খেলোয়াড়ের জটলায় ইডেন হ্যাজার্ডের কাছ থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিং টানেন এ ফ্রেঞ্চ ফরোয়ার্ড। জিরুর বদলি হিসেবে নামার দুই মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন চেলসির স্প্যানিয়ার্ড স্ট্রাইকার আলভারো মোরাতা। ৮২তম মিনিটে স্বদেশি ডিফেন্ডার সিজার আজপিলিকুয়েতার ক্রস থেকে হেডে বল জালে পাঠান সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। এর আগে প্রথম সেমিতে টটেনহ্যামকে ২-১ ব্যবধানে হারিয়ে আর্সেনালের সমান রেকর্ড ২০ বার এফএ কাপের ফাইনাল নিশ্চিত করে ম্যানইউ। ওয়েম্বলিতে আগামী ১৯শে মে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে চেলসি-ম্যানইউ। ফাইনালে জিততে পারলে গানারদের সর্বাধিক ১৩ শিরোপা জয়ের রেকর্ড স্পর্শ করবে রেড ডেভিলরা। এফএ কাপের ফাইনালে উঠলেও প্রিমিয়ার লীগের সেরা তিনে থেকে সরাসরি ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে অংশ নেয়াকেও গুরুত্ব দিচ্ছেন চেলসি কোচ আন্তোনিও কন্তে, ‘এই প্রতিযোগিতায় ফাইনালে উঠতে পারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ লীগে আমরা সংগ্রাম করছি। এখন আমাদের লক্ষ্য প্রিমিয়ার লীগে সামনে থাকা দলের ওপর চাপ সৃষ্টি করা এবং যত ভালোভাবে সম্ভব চ্যাম্পিয়ন্স লীগে জায়গা করে নেয়া।’ এরই মধ্যে প্রিমিয়ার লীগের শিরোপা জিতে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ৩৫ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল। ৩ পয়েন্ট এগিয়ে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড। গতবার চতুর্থ হয়ে চ্যাম্পিয়ন্স লীগের প্লে-অফ রাউন্ড অতিক্রম করতে হয়েছিল লিভারপুলকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status