বিনোদন

রবীন্দ্রনাথের গল্পে দুই প্রজন্ম

স্টাফ রিপোর্টার

২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৯:১৬ পূর্বাহ্ন

দীর্ঘদিন পর আবারো একসঙ্গে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী দম্পতি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য ছোট গল্প ‘মধ্যবর্তিনী’তে তাদের দেখা যাবে। তাদের সঙ্গে আরো থাকছেন এই প্রজন্মের অভিনেত্রী তৃষা। এই নাটকের প্রধান তিনটি চরিত্র। নিবারণ, হরসুন্দরী ও শৈলবালা। নিবারণ ও হরসুন্দরী চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে সেলিম ও রোজী সিদ্দিকী। শৈলবালা চরিত্রে অভিনয় করেছেন তৃষা। আসছে ২৫শে বৈশাখ রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথের এ ছোট গল্প অবলম্বনে মাসুদ হাসানের চিত্রনাট্য ও শুভ্র আহমেদের পরিচালনায় প্রচারে আসছে বিশেষ এই নাটকটি। পরিচালক শুভ্র আহমেদ জানান, কিছুদিন আগে মানিকগঞ্জের জমিদার বাড়িতে নাটকটির দৃশ্যধারণ করা হয়। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে যেকোনো একটি বেসরকারি চ্যানেলে এটি প্রচার করা হবে।

 নাটকের গল্পে দেখা যাবে- নিবারণ খুবই সহজ ও সাদাসিধে একটা মানুষ হলেও তার স্ত্রী হরসুন্দরী বেশ ধৈর্যশীলা। তাদের দাম্পত্য জীবন সুখের হওয়া সত্ত্বেও কোথায় যেন এক শূন্যতা ছিল। হরসুন্দরী উপলব্ধি করে, এ ঘরের শূন্যতা একটা শিশু- যা ধারণের সামর্থ্য তার  নেই। সে তখন নিবারণকে আরেকটি বিয়ের জন্য তাড়া দিতে থাকে। স্বভাবতই প্রথমদিকে নিবারণ এ ব্যাপারে অপারগতা প্রকাশ করে। কিন্তু ক্রমাগত তাড়ার মুখে পড়ে সে বিয়ে করতে রাজি হয়। একসময় সে কিশোরী, সুকুমারী, সুন্দরী শৈলবালাকে বিয়ে করে ঘরে তোলে। শুরু হয় নতুন গল্প।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status