বিনোদন

মডেল আসিফের বিরুদ্ধে স্ত্রীর মামলা কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার

২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৯:১৬ পূর্বাহ্ন

মডেল কাজী আসিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ দিয়ে মামলা করেছেন তার স্ত্রী অর্নি রহমান। এর ভিত্তিতে রোববার রাতে আসিফকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ। মানবজমিনকে খবরটি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার এসআই রাজিব হাসান। এই পুলিশ কর্মকর্তা বলেন, এটা আদালতে দায়ের করা মামলা। পরোয়ানা জারির ভিত্তিতে রোববার রাত ১২টা নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আসিফকে গ্রেপ্তার করা হয়েছে। আসিফ মালয়েশিয়া থেকে দেশে ফিরছিলেন। তখনই তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সারারাত আসিফ হাজারীবাগ থানায় ছিলেন। গতকাল সকাল সাড়ে ১০টা নাগাদ তাকে কোর্টে নেয়া হয়। এরপর কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে। বিমানবন্দর থেকে আসিফকে গ্রেপ্তার করেন হাজারীবাগ থানার এসআই ফখরুল। তিনি জানান, আসিফ মালয়েশিয়া থেকে ফেরার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করেছি।  শুটিং শেষ করে ফেরার সময় তার সঙ্গে অভিনেতা মোশাররফ করিমও ছিলেন। আসিফের স্ত্রী অর্নি রহমান বলেন, গত ৬ই মার্চ আসিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়। আসিফ-অর্নির দাম্পত্য জীবনে আট মাস বয়সী এক পুত্রসন্তান রয়েছে। নাম আজওয়াহ রহমান খান। অর্নির অভিযোগ, আসিফ সন্তানকে দেখাশোনা করে না। ২০১৫ সালের ৭ই আগস্ট কাজী আসিফ ও অর্নি রহমানের বিয়ে হয় পারিবারিকভাবে। তখন জানা গিয়েছিল, হঠাৎ তাদের বিয়ে হয়। অর্নি পেশায় কানাডার নিবন্ধিত নার্স।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status