অনলাইন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে

স্টাফ রিপোর্টার

২৩ এপ্রিল ২০১৮, সোমবার, ১২:৩৯ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন হাই কমিশনে নিজের পাসপোর্ট জমা দেয়ার ব্যপারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে উড়ো অবান্তর কথা বলেছেন তার জন্য আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী। আজ সোমবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন। রিজভী আহমেদ বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে খুশি করতে এবং নিজের মন্ত্রীত্ব টেকানোর জন্যই একথা বলেছেন। যদি তারেক জিয়া তার পাসপোর্ট বাংলাদেশি লন্ডন হাইকমিশনে জমা দিয়ে থাকেন তাহলে তা প্রদর্শন করুন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার ঘোষক। কিন্তু আওয়ামী লীগ নেতারা মুক্তিযুদ্ধে অংশ নেননি। তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহন না করতে পারার অনুসূচনা থেকে জিয়াউর ররহমানকে সহ্য করতে পারেন না। তাই নানাভাবে জিয়া পরিবারের উপর মিথ্যা কালিমা লেপন করে যাচ্ছে। এসময় তিনি বলেন, জিয়া পরিবারের কেউ বিদেশে থাকেন না। বিদেশে কারো কিছু নেই। তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। অন্যদিকে
প্রধানমন্ত্রীর ভাগনি টিউলিপ নিজেকে বৃটিশ বলে পরিচয় দিতেই পছন্দ করেন। এমনকি নিজ পুত্র জয়ও বিদেশিকে বিয়ে করেছেন।
ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন-ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, আতাউর রহমান ঢালী, সহ সাংগঠনিক সম্পাদক এড. আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ আমিনুল ইসলাম প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status